/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/image-2021-08-16T082901.054_copy_1200x676.jpg)
লর্ডসে ফের একবার ব্যাট হাতে ব্যর্থ কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে মহাতারকার রান খরা অব্যাহত। রবিবার, টেস্টের চতুর্থ দিন কোহলির ভারত বেশ বেকায়দায়। ২৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ভারতের লক্ষ্য ছিল স্কোরবোর্ডে বড় রান খাড়া করে ইংল্যান্ডকে চাপে ফেলা।
তবে শুরুটা মোটেই ভাল হয়নি ইন্ডিয়ার। কেএল রাহুল এবং রোহিত শর্মা দুজনেই ভারতকে ভাল সূচনা দিতে ব্যর্থ হন। দুই ওপেনার আউট হয়ে যাওয়ার পরে কোহলি চার নম্বরে নামেন। বেশ সাবলীলভাবেই খেলছিলেন ক্যাপ্টেন। বল টাইমিংয়েও নজর কাড়ছিলেন।
আরও পড়ুন: কলঙ্কিত লর্ডস! ভারতকে হারাতে কুৎসিত কীর্তিতে কালো দিন ফেরালো ইংল্যান্ড, দেখুন
তবে কোহলির এই ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩১ বলে ২০ রান করে স্যাম কুরানের বলে ব্যাটের কানায় বল লাগিয়ে কিপার জস বাটলারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। ২০১৯-এর পর আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সেঞ্চুরি নেই কোহলির ঝুলিতে। তবে লর্ডসে ভালো শুরু করেও আউট হয়ে যাওয়ায় নিজের ওপরেই চরম ক্ষুব্ধ হলেন কোহলি। হতাশায় তারকাকে দেখা গেল ড্রেসিংরুমের কাঁচের জানালায় তোয়ালে ছুঁড়ছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই তা ভাইরাল।
আরও পড়ুন: সৌরভ খালি গায়ে জামা উড়িয়েছিলেন, লর্ডসের সেই ব্যালকনিতেই এবার কোহলির নাগিন ড্যান্স
— . (@aikdoteenchaar) August 15, 2021
কোহলির শেষ ৯ ইনিংসে রান যথাক্রমে- ২০, ৪২, ০, ১৩, ৪৪, ০, ২৭, ৬২, ০। টানা ৯ ইনিংসে হাফসেঞ্চুরির মুখও দেখেননি তিনি।
আরও পড়ুন: আন্ডারসনে মেজাজ হারিয়ে অশ্লীল গালি কোহলির! লর্ডস ধুন্ধুমার, ভিডিও দেখুন
যাইহোক, ম্যাচে কোহলি আউট হয়ে যাওয়ার পরেই ভারত ৫৫/৩ হয়ে যায়। সেখান থেকে দলকে উদ্ধার করে চেতেশ্বর পূজারা-অজিঙ্কা রাহানের ১০০ রানের পার্টনারশিপ। তবে দুজনে যখন খেলা ধরে নিয়েছিলেন সেই সময়ই রাহানে এবং পূজারা দুজনকেই আউট করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান মার্ক উড, মঈন আলিরা। দিনের শেষে জাদেজার উইকেট হারিয়ে ভারত আপাতত ১৮১/৬-এ ধুঁকছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন