Advertisment

ফের ব্যর্থ কোহলিদের কুখ্যাত মিডল অর্ডার, হারের ভ্রুকুটির সামনে ভারত

India vs England 2021: ভারতকে বিপদ থেকে উদ্ধার করল পূজারা-রাহানের পার্টনারশিপ। তবে এখনও বিপদ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত: ৩৬৪/১০ এবং ১৮১/৬
ইংল্যান্ড: ৩৯১/১০

Advertisment

বেশ বেকায়দাতেই চতুর্থ দিন শেষ করল ভারত। ২৭ রানে প্ৰথম ইনিংসে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসে আপাতত ১৮১/৬। ফের ভারতের কুখ্যাত মিডল অর্ডার ব্যর্থ। লিড মাত্র ১৫৪ রানের। হাতে সবেধন ৪ উইকেট।

কেএল রাহুল, রোহিত শর্মা শুরুতেই সাজঘরে ফিরেছিলেন। কোহলি ২০ রানে ফেরার পর ভারত ৫৫/৩ হয়ে গিয়েছিল। সেখান থেকেই ভারতকে কিছুটা স্বস্তি জোগাল পূজারা (৪৫)-রাহানের (৬১) পার্টনারশিপ।

আরও পড়ুন: কলঙ্কিত লর্ডস! ভারতকে হারাতে কুৎসিত কীর্তিতে কালো দিন ফেরালো ইংল্যান্ড, দেখুন

কোহলি ফেরার পরেই ভারতের হারের প্রহর গোনা কার্যত শুরু হয়ে যায়। পূজারা-রাহানে দুজনেই ফর্মে নেই। এমন অবস্থায় দুই তারকাই লর্ডসে কিছুটা লড়াই করলেন। চতুর্থ উইকেটে যোগ করলেন ১০০ রান। রাহানে হাফসেঞ্চুরি করে খেলছিলেন। পূজারাও ফিফটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন।

ঠিক যখন মনে হচ্ছিল ম্যাচে ফের একবার মুঠো শক্ত হতে চলেছে, সেই সময়েই ইংল্যান্ডকে ব্রেকথ্রু দেন মার্ক উড। হাফসেঞ্চুরির সামনে দাঁড়িয়ে থাকা পূজারাকে ফিরিয়ে। ১৫৫/৩ থেকে ভারত কয়েক ওভারের মধ্যেই ১৭৫/৬। বরাবরের মত ভারতকে আবার ভোগাল মিডল অর্ডার। কিছুক্ষণ পরেই মঈন আলির শিকার রাহানে, জাদেজা (৩)। শেষবেলায় জোড়া ঝটকা দিয়ে ম্যাচ থেকে ভারতকে অনেকটাই সরিয়ে দিলেন ইংরেজ অলরাউন্ডার।

আরও পড়ুন: আন্ডারসনে মেজাজ হারিয়ে অশ্লীল গালি কোহলির! লর্ডস ধুন্ধুমার, ভিডিও দেখুন

ক্রিজে স্বীকৃত ব্যাটসম্যান বলতে কেবল ঋষভ পন্থ (১৪)। সঙ্গে ইশান্ত। পঞ্চম দিন বাকি চার উইকেট নিয়ে কতক্ষণ যুঝতে পারবে টিম ইন্ডিয়া, তার ওপরেই নির্ভর করছে দলের ভাগ্য।

ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Cricket News Indian Cricket Team Ajinkya Rahane
Advertisment