লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই জামা ওড়ানোর দৃশ্য এখন ক্রিকেটের লোকগাঁথায় পর্যবসিত। ন্যাটওয়েস্ট ট্রফি জিতে সৌরভের সেই জামা ওড়ানো আইকনিক হয়ে গিয়েছে। সৌরভের সেই জামা ওড়ানোর ব্যালকনি থেকেই এবার নাগিন ড্যান্স করতে দেখা গেল বিরাট কোহলিকে।
Advertisment
এর আগে একাধিকবার মাঠেই কোমর দোলাতে দেখা গিয়েছে কোহলিকে। তবে ড্রেসিংরুমে, বা ব্যালকনিতে এমন মেজাজে পাওয়া যায়নি ক্যাপ্টেন কোহলিকে। শনিবার সেই দৃশ্যেরই অবতারণা ঘটল লর্ডসে।
মহম্মদ সিরাজ, কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়ালরা কোহলির কীর্তি দেখে হাসিতে ফেটে পড়লেন। কোহলির সেই জামা ওড়ানোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই কোহলির নাচের স্টেপ নিয়ে মিম বানাতেও শুরু করে দেন। এই প্রসঙ্গেই উঠে আসে সৌরভের বিখ্যাত সেই জামা ওড়ানোর দৃশ্য।
মাঠের বাইরে ফুরফুরে মেজাজে থাকলেও ফের একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন কিং কোহলি। প্ৰথম ইনিংসে কোহলির ব্যাটিংয়ে মনে হয়েছিল ফর্মে ফিরেছেন তারকা। ১০৩ বলে ৪২ রানের ক্রিজ কামড়ানো ইনিংস উপহার দিয়েছিলেন। কেএল রাহুলের সঙ্গে ১১৭ রানের দুরন্ত পার্টনারশিপও গড়ে যান। ভারত প্রথম দিনের শেষে ২৭৬/৩ থাকলেও, ইংল্যান্ড প্রবলভাবে ম্যাচে ফিরে আসে দ্বিতীয় দিনে।
ভারতের মিডল অর্ডার ধসে পড়ে দ্বিতীয় দিনের ফার্স্ট সেশনে। মাত্র ৩৬৪ রানে আটকে যায় ভারতীয়দের ইনিংস। জবাবে ইংল্যান্ড ক্যাপ্টেন রুটের ১৮০-তে ভর করে স্কোরবোর্ডে ৩৯১ রান খাড়া করে। ২৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ভারত মোটেই ভাল শুরু করতে পারেনি। সূচনা করলেও মাত্র ২০ রানেই আটকে গেলেন কোহলি। দুই ওপেনার আউট হওয়ার পরই কোহলি ব্যাট করতে নামেন। শুরু করলেও নিজের ইনিংস বড় স্কোরে কনভার্ট করতে পারলেন না রবিবার। লাঞ্চের সময় ভারত ৫৬/৩। ক্রিজে এখন রয়েছেন পূজারা এবং রাহানে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন