Advertisment

রইল বাকি ৩! চেন্নাইয়ে সাড়ে তিনদিনে প্রতিশোধের পথে টিম ইন্ডিয়া

সকালের সেশনে প্রত্যাশা মতই ভেঙে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং। রুট একপ্রান্তে টিকে থাকলেও, অন্যপ্রান্তে পরপর উইকেট পড়তে থাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাকি মাত্র ৩ উইকেট। সিরিজে সমতা ফিরিয়ে দেওয়ার পথে টিম ইন্ডিয়া। ঘূর্ণি পিচে অক্ষর-অশ্বিনদের বলের হদিশই পেল না ইংল্যান্ড। একটা সেশনেই ৪ উইকেট খুইয়ে ফেলে নিশ্চিত হারের সামনে ইংল্যান্ড।

Advertisment

লাঞ্চের সময় খেলার বিরতিতে ইংল্যান্ড ১১৬/৭। জো রুট ৩৩ রানে ক্রিজে টিকে থাকলেও বাকিরা সেই আয়ারাম গয়ারাম! গতকাল জোড়া উইকেট শিকারের পর অশ্বিন এদিনও তুলে নিয়েছেন বেন স্টোকসকে। অক্ষরের শিকারের তালিকায় নাম লিখিয়েছেন অলি পোপ, ডম সিবলে, জ্যাক লিচ। লাঞ্চের আগে বল করতে এসে কুলদীপ আবার ফিরিয়ে দিয়েছেন প্রথম ইনিংসে ইংরেজদের সর্বাধিক রান সংগ্রহকারী বেন ফোকসকে।

আরো পড়ুন: রুট কেন আউট নন, আম্পায়ারের ওপর রাগে ফেটে পড়লেন কোহলি

এখনো ইংল্যান্ড ভারতের থেকে পিছিয়ে ৩৬৬ রানে। হাতে মাত্র ৩ উইকেট। ম্যাচ বাঁচাতে হলে ইংল্যান্ডকে পাঁচ সেশন কাটাতে হবে চেন্নাইয়ের ঘুরন্ত পিচে। যা কার্যত দুঃসাধ্য! ক্রিজে ব্যাটিং করছেন রুট।

গতকাল ৪৮২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ইংল্যান্ড স্কোরবোর্ডে হাফসেঞ্চুরি পেরোতেই খুইয়ে ফেলেছিল দুই ওপেনার ডম সিবলে, রোরি বার্নস এবং নাইট ওয়াচম্যান হিসাবে নামা লিচকে। এদিন ড্যান লরেন্সকে প্রথমে ফেরান অশ্বিন। তারপরেই যেন লকগেট খুলে যায়। নিয়মিত ব্যবধানে পরপর ফিরে যান বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস।

ভারতকে প্রথম টেস্টে পাঁচ নম্বর দিনে হারিয়েছিল। তারই বদলা নিচ্ছে ভারত সাড়ে তিন দিনে ম্যাচ শেষ করার উপক্রম করে। এখন ইংল্যান্ড কতদূর ভারতের জয় বিলম্বিত করতে পারে, সেটাই দেখার।

ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Indian Cricket Team
Advertisment