Advertisment

ইংল্যান্ডকে কচুকাটা ভারতের! অক্ষর-অশ্বিনের ঘূর্ণিতে বদলা সাড়ে তিন দিনে

চতুর্থ দিনেই যে খেলা শেষ করে দেবে ইন্ডিয়া। তা প্রত্যাশিতই ছিল। ইংল্যান্ড এদিন তাসের ঘরের মত ভেঙে পড়ল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লাঞ্চের পর আধঘন্টাও পেরোল না। ১৬৪ রানে খতম ইংল্যান্ড। প্রায় পাঁচ সেশন হাতে নিয়ে ভারত ইংল্যান্ডকে চেন্নাইয়ের মাঠেই প্রতিশোধ নিল ৩১৭ রানে হারিয়ে। ২২৭ রানের হারের বদলা এল ৩১৭ রানে জিতে। সিরিজে ভারত ১-১ করে ফেলল চতুর্থ দিনেই।

Advertisment

লাঞ্চের আগেই ভারত ইংল্যান্ডকে ১১৬/৭ রানে গুটিয়ে এনেছিল। লাঞ্চের পরপরই আউট হয়ে যান বাকি তিন ব্যাটসম্যান। রুট লাঞ্চের ঠিক পরেই অক্ষরের শিকার হন। তারপর অলি পোপ এবং মঈন আলিকে ফিনিশ করেন কুলদীপ-অক্ষর। স্টুয়ার্ট ব্রড অপরাজিত থাকলেন।

আরো পড়ুন: রুট কেন আউট নন, আম্পায়ারের ওপর রাগে ফেটে পড়লেন কোহলি

টি২০-র মেজাজে ব্যাট করে শেষদিকে মঈন আলি ১৮ বলে ৪৩ রানের ইনিংসে তিনটে বাউন্ডারি, পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান। রুটকে পেরিয়ে তিনিই দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ স্কোরার।

গতকাল ৪৮২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ইংল্যান্ড স্কোরবোর্ডে হাফসেঞ্চুরি পেরোতেই খুইয়ে ফেলেছিল দুই ওপেনার ডম সিবলে, রোরি বার্নস এবং নাইট ওয়াচম্যান হিসাবে নামা লিচকে। এদিন ড্যান লরেন্সকে প্রথমে ফেরান অশ্বিন। তারপরেই যেন লকগেট খুলে যায়। নিয়মিত ব্যবধানে পরপর ফিরে যান বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস।

তারপরে আর ফিরে তাকাতে হয়নি ভারতকে। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করলেন অশ্বিন। ব্যাটে-বলে দুরন্ত কীর্তি গড়া অশ্বিনই ঘরের মাঠে ম্যাচের সেরা। অক্ষর প্যাটেল আবার প্রথম ইনিংসে জোড়া শিকারের পর দ্বিতীয় ইনিংসেই পাঁচ উইকেট তুললেন। অভিষেকেই পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তারকা স্পিনার। কুলদীপ দীর্ঘ দু বছর পর খেলতে নেমে জোড়া উইকেট শিকার করলেন।

ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Indian Cricket Team
Advertisment