IND vs ENG: ভারতের প্লেয়িং ইলেভেন, ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন শুভমান, বিরাট-রোহিতকে নিয়ে কী বললেন ক্যাপ্টেন?

Shubman Gill Press Conference: প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ নিয়ে গিল বলেন, “আমাদের সামনে একাধিক কম্বিনেশন রয়েছে। উইকেট কেমন আচরণ করছে, সেটা দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

Shubman Gill Press Conference: প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ নিয়ে গিল বলেন, “আমাদের সামনে একাধিক কম্বিনেশন রয়েছে। উইকেট কেমন আচরণ করছে, সেটা দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill Press Conference: সিরিজের সেরা ক্রিকেটার হতে চান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন শুভমান গিল

Shubman Gill Press Conference: সিরিজের সেরা ক্রিকেটার হতে চান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন শুভমান গিল

India Captain Shubman Gill: হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ (India vs England) শুরুর ঠিক এক দিন আগে সংবাদমাধ্যমের সামনে এলেন ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। নিজের মানসিকতা, দলের দৃষ্টিভঙ্গি এবং বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) মতো সিনিয়র খেলোয়াড়দের অবসর পরবর্তী পরিবর্তন নিয়ে খোলাখুলি কথা বললেন গিল। পাশাপাশি, প্লেয়িং ইলেভেন নিয়েও বড় আপডেট দিলেন তিনি।

Advertisment

দেশের অধিনায়ক হওয়া এক স্বপ্ন

শুভমান গিল বললেন, “ভারতের অধিনায়কত্ব করা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। দেশের নেতৃত্ব দেওয়া যে কোনও খেলোয়াড়ের কাছে সবচেয়ে বড় সম্মানের বিষয়। আমরা এমন একটি ড্রেসিংরুম সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে সবাই নিরাপদ এবং আত্মবিশ্বাসী অনুভব করে।”

Advertisment

আইপিএলে বিরাট-রোহিতের সঙ্গে দেখা

এই বছরের শুরুতেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এর ফলে ভারতীয় টেস্ট দলের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গিল জানান, আইপিএলের সময় তিনি দু'জনের সঙ্গেই দেখা করে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন। তিনি বলেন, “আমি আইপিএলে বিরাট ভাই এবং রোহিত ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। তাঁরা ইংল্যান্ডে খেলার সময়কার অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করেন।”

আরও পড়ুন 'কর্মফল পেতেই হবে!', বাংলার পেসারের পোস্ট ভাইরাল, নিশানায় কি গম্ভীর?

চার নম্বরে ব্যাট করবেন গিল

২৫ বছর বয়সী শুভমান গিল জানিয়েছেন, তিনি বিরাট কোহলির জায়গা অর্থাৎ চার নম্বরে ব্যাট করবেন। গিল বলেন, “বিরাট ভাইয়ের অবসরের পর আমি ও গৌতম গম্ভীর (জিজি ভাই) একসঙ্গে বসে এই পজিশন নিয়ে আলোচনা করেছি।”

ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন

প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ নিয়ে গিল বলেন, “আমাদের সামনে একাধিক কম্বিনেশন রয়েছে। উইকেট কেমন আচরণ করছে, সেটা দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি জানান, ইংল্যান্ডে এবারের শুষ্ক গরম আবহাওয়া কন্ডিশনকে প্রভাবিত করতে পারে।

আরও পড়ুন ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশ-বধের ছক ফাঁস! শুভমানদের সব প্ল্যানিংয়ে জল ঢেলে দিলেন টিম ইন্ডিয়ার তারকা

দলের অ্যাপ্রোচ কেমন হবে?

এই প্রশ্নে গিল রসিকতা করে বলেন, “এই প্রশ্নের উত্তর পেতে আপনাকে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখনই বোঝা যাবে, আমরা কোন ধরনের ক্রিকেট খেলছি।” তিনি আরও বলেন, দল এখনও নিজেদের আলাদা পরিচয় গড়ে তোলার পথে রয়েছে।

ব্যাটিংয়ের সময় ‘অধিনায়ক’ নয়

ব্যক্তিগত লক্ষ্য নিয়ে গিল বলেন, “আমি চাই সিরিজের সেরা ব্যাটসম্যান হতে। সেটাই আমার ইচ্ছা।” তিনি ড্রেসিংরুমের পরিবেশ এবং একটি সুরক্ষিত ও সহানুভূতিশীল সংস্কৃতির প্রয়োজনীয়তার উপরও জোর দেন।

Virat Kohli Rohit Sharma Shubman Gill India vs England