Advertisment

তিন পরিবর্তন ঘটিয়ে সিরিজ জিততে নামছে ভারত! কোহলির দলে একাধিক চমক

জানা গিয়েছে রোহিতের চোট মোটেই সিরিয়াস নয়। তিনি দ্বিতীয় ম্যাচেও নেমে পড়তে পারেন। পন্থকে একদম ব্যাটসম্যান হিসেবে খেলানোর পরিকল্পনাও রয়েছে টিম ইন্ডিয়ার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টি২০ ক্রিকেটে আগেই ধমকাদার অভিষেক ঘটিয়েছেন। এবার ওডিআই দলের ছাড়পত্রও খুলে যাওয়ার সামনে সূর্যকুমার যাদবের। সিরিজের প্রথম ম্যাচেই শ্রেয়স আইয়ারের চোটে হঠাৎ করেই সুযোগ এনে দিয়েছে মুম্বইয়ের তারকা ব্যাটসম্যানের সামনে। দ্বিতীয় ম্যাচেই প্রথম একাদশে সূর্যকুমার যাদবকে নিয়ে খেলতে নামতে পারে টিম ইন্ডিয়া।

Advertisment

পুনেতে প্রথম ম্যাচ জেতার পরে দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে টিম ইন্ডিয়া। তার আগে আলোচনায় বারবার উঠে আসছে ভারতের বেঞ্চস্ট্রেন্থ নিয়ে। লকডাউনের আগে শ্রেয়স আইয়ার ভারতের একদিনের স্কোয়াডের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন। তবে গত ছয় মাসেই ভারতের রিজার্ভ বেঞ্চের শক্তি প্রকাশ পেয়ে গিয়েছে ক্রিকেট বিশ্ব।

আরো পড়ুন: শ্রেয়সের বদলে দিল্লির নেতা কে! স্মিথকে পেরিয়ে বাজিমাতের দৌড়ে এগিয়ে পন্থও

দলের নিয়মিত ক্রিকেটারদের থেকেও রিজার্ভের ক্রিকেটারদের সক্ষমতা যে কোনো অংশে কম নয়, তা প্রমাণ পাওয়া গিয়েছে। অস্ট্রেলিয়া সফরের মধ্যেই ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। প্রায় তিন মাস রবীন্দ্র জাদেজা না থাকলেও টেস্ট, টি২০-তে অভাব পূরণ করে দিয়েছেন ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেলরা। একদিনের ম্যাচে আবার সেই জাদেজার দুর্দান্ত পরিবর্ত হিসাবে আবির্ভাব ঘটেছে ক্রুনাল পান্ডিয়ার।

একদিনের সিরিজে বিরাট কোহলি আবার পাচ্ছেন না দুই তারকা পেসার জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামিকে। তবে আইপিএলের সৌজন্যে অতিপরিচিত মুখ প্রসিদ্ধ কৃষ্ণ ওডিআই অভিষেকে বুঝতেই দিলেন না তিনি প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন। আর জাদেজা, বুমরার প্রত্যাবর্তনে কী ঘটতে পারে? হয়ত প্রথম একাদশের বাইরে রিজার্ভ বেঞ্চে ফের একবার অপেক্ষা করতে হতে পারে কৃষ্ণ-ক্রুনালদের। নতুবা, স্কোয়াডের বাইরেই ছিটকে যেতে হল দুজনকে। এতটাই ভারতের রিজার্ভ বেঞ্চের শক্তি!

প্রথম ম্যাচে ভারতের অন্যতম সেরা প্রাপ্তি অবশ্যই শিখর ধাওয়ানের ফর্মে ফিরে আসা। টি২০ সিরিজের অধিকাংশ ম্যাচে বাইরে থাকার পরে ওডিআইয়ের প্রথম ম্যাচেই নিজের ফর্ম বুঝিয়ে দিয়েছেন তিনি। রোহিত শর্মা মার্ক উডের বলে কনুইয়ে চোট পেয়েছেন। তিনি একান্তই খেলতে না পারলে শুভমান গিলকে ওপেন করানো হতে পারে শিখর ধাওয়ানের বদলে। তবে জানা গিয়েছে রোহিতের চোট মোটেই সিরিয়াস নয়। তিনি দ্বিতীয় ম্যাচেও নেমে পড়তে পারেন। পন্থকে একদম ব্যাটসম্যান হিসেবে খেলানোর পরিকল্পনাও রয়েছে টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রে কেএল রাহুল উইকেটকিপারের ভূমিকায় থাকবেন যথারীতি।

বোলিং বিভাগেও বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। কুলদীপ যাদব ৯ ওভারে ৬৮ রান খরচ করেছিলেন। তাঁর বদলে দলে ঢুকতে পারেন যুজবেন্দ্র চাহাল। এদিকে, শার্দুল ঠাকুর টানা খেলে চলেছেন। তাঁর বদলে নটরাজন কিংবা মহম্মদ সিরাজকে দেখা যেতে পারে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:

রোহিত শর্মা/শুভমান গিল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, শার্দুল ঠাকুর/টি নটরাজন/ মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team England
Advertisment