Advertisment

কলঙ্কিত লর্ডস! ভারতকে হারাতে কুৎসিত কীর্তিতে কালো দিন ফেরালো ইংল্যান্ড, দেখুন

India vs England 2021: বল বিকৃতির মারাত্মক অভিযোগে বিদ্ধ ইংল্যান্ডের ক্রিকেট। কুৎসিত ঘটনা ঘটাল ইংরেজরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লর্ডসে বেনজির কান্ড। বল বিকৃতির অভিযোগ উঠে গেল এবার ইংল্যান্ডের বিরুদ্ধে। কলঙ্কিত হল লর্ডস। টেস্টের চতুর্থ দিন চলাকালীনই দুই ইংল্যান্ড ফিল্ডারকে দেখা যায় বুটের স্পাইক দিয়ে বল নড়াচড়া করছেন।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ছবি ফাঁস হতেই তুলকালাম। অনেকের অভিযোগ বল বিকৃতি করার উদ্দেশ্য নিয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন ইংরেজ ফিল্ডাররা।

দ্বিতীয় সেশন চলাকালীন এমন মারাত্মক ফুটেজ প্রকাশ করে সম্প্রচারকারী চ্যানেল। দুজন ফিল্ডারকে সেই সময় এই কুকীর্তি করতে দেখা যায়। তবে এখনই তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা স্থির হয়নি।

আরও পড়ুন: আন্ডারসনে মেজাজ হারিয়ে অশ্লীল গালি কোহলির! লর্ডস ধুন্ধুমার, ভিডিও দেখুন

সোশ্যাল মিডিয়ায় এমন ছবি ভাইরাল হওয়ার পরেই কড়া সমালোচনা করেছেন বীরেন্দ্র শেওয়াগ। তারপরেই তিনি সাফ খেলার স্পিরিট নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। শেওয়াগের টুইট, "এটা কী হচ্ছে! ইংল্যান্ডের বল ট্যাম্পারিং নাকি কোভিডের জন্য সতর্কতা হিসাবে এমন করা হচ্ছে!"

ম্যাচে ভারতকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছে ইংল্যান্ড। চতুর্থ দিনে লর্ডসের ঐতিহ্যবাহী ঘন্টা বাজিয়ে খেলা শুরু করেন দীপ্তি শর্মা।প্রথম ইনিংসে ২৭ রানে পিছিয়ে থাকা অবস্থায় খেলতে নেমে ভারত অবশ্য বেশ বেকায়দায়। মার্ক উড ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (২১), কেএল রাহুলকে (৫) ফিরিয়ে দেন শুরুতেই। বিরাট কোহলিকে ফেরান স্যাম কুরান। ৫৫/৩ হয়ে যাওয়ার পরে ভারতীয় ইনিংসের উদ্ধারকার্য চালাচ্ছেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে।

আরও পড়ুন: বাউন্সারের পর বাউন্সার! বুমরার বিষ-বোলিংয়ে দুঃস্বপ্ন আন্ডারসনের, মুখ খুললেন স্টেইনও

দুজনে শেষ আপডেট অনুযায়ী ইতিমধ্যেই স্কোরবোর্ডে ৮৭ রান যোগ করে ফেলেছেন। হাফসেঞ্চুরি করে খেলছেন রাহানে। তাঁকে যোগ্য সহায়তা করছেন পূজারা। ভারত শেষ খবর অনুযায়ী, ১৪০/৩। লিড ১১৩ রানের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virender Sehwag Indian Cricket Team England
Advertisment