2nd Test, Rohit Sharma: বিশাখাপত্তনমে, ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচে রীতিমতো খোশমেজাজে দেখা গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। শনিবার ম্যাচের দ্বিতীয়ার্ধে কখনও সতীর্থদের সঙ্গে, কখনও আবার তাঁর ভালো বন্ধু মারাইস ইরাসমাসের সঙ্গে মজা করতে দেখা গেল রোহিতকে। ভারত অধিনায়কের শরীরী ভাষাতেই ধরা পড়ল সেই হালকা মেজাজের ছবি।
শনিবার, ম্যাচের দ্বিতীয় দিনে ছিল ইংল্যান্ডের জাক ক্রাওলির জন্মদিন। নিজের জন্মদিনে ক্রাওলি চেয়েছিলেন নিজেকে এবং তাঁর দলকে বড়সড় ইনিংস উপহার দিতে। মধ্যাহ্নভোজের পরে ক্রাওলির ধূমধাড়াক্কা ব্যাটিং টেস্ট ম্যাচের চরিত্রটাকে একদিনের ম্যাচে বদলে দিয়েছিল। মাত্র ৫১ বলে ৬৬ তোলেন ইংল্যান্ড ব্যাটার। যাতে মনে হচ্ছিল, এই ম্যাচের তিনিই বিধাতা। কিন্তু, ২০ ওভারের পর রোহিত বোলিংয়ে আনেন অক্ষর প্যাটেলকে। আর, তারপরই দুর্দান্ত ক্যাচ নিয়ে ক্রাওলিকে প্যাভেলিয়নে ফেরত পাঠান শ্রেয়স আইয়ার। যা ভারত অধিনায়ক ও টিম ইন্ডিয়া শিবিরকে রীতিমতো স্বস্তি দেয়।
জ্যাক ক্রাওলি এবং জো রুটকে ফিরিয়ে ভারতের স্বস্তি ফিরে আসে। রুটকে ফিরিয়ে দেন জসপ্রিত বুমরাহ। এই সময় অধিনায়ক রোহিত শর্মার বডি ল্যাঙ্গুয়েজেই ফুটে ওঠে, এই স্বস্তির ভাব। জসপ্রিত বুমরাহর ইয়র্কার জনি বেয়ারস্টোকে তাঁর প্যাডে আঘাত করার পর রিভিউ নেবেন কি না, তা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন ভারত অধিনায়ক। জসপ্রিত বুমরাহ গোটা বিষয়টার ওপর নজর রাখছিলেন। তিনি আবেদন জানান। তবে, সেটা জোরালো ছিল না।
রোহিত শর্মা উইকেটরক্ষক কেএস ভরতের সঙ্গে আলোচনা করেন। কিন্তু, ভরতও ভারত অধিনায়ককে পর্যালোচনার জন্য রাজি করাতে তেমন একটা আত্মবিশ্বাস দেখাননি। এই পরিস্থিতিতে রোহিত শর্মা, আম্পায়ার মারাইস ইরাসমাসকে জিজ্ঞাসা করে বসেন, তিনি (ইরাসমাস) এসম্পর্কে কী ভাবছেন? যেন কোনও ভালো বন্ধুর সঙ্গে আড্ডা মারছেন, সেই ঢঙে স্টাম্প মাইকে রোহিতকে বলতে শোনা যায়, 'মারিস, এই ব্যাপারে তুমি কি ভাবছ?'
রোহিত শর্মা ও আম্পায়ার মারাইস ইরাসমাসের মধ্যে একটি ভালো বন্ধুত্ব আছে। দু'জনকে ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের সময় আরেকটি মজার মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছিল। রোহিত তার পেশীগুলিকে ফ্ল্যাক্স করেছিলেন। আম্পায়ার ইরাসমাসের কাছে তাঁর ফিটনেস দেখিয়েছিলেন। পরে ব্যাখ্যাও করেছিলেন, কেন এমনটা করেছেন।
আরও পড়ুন- যুবভারতীতে মুখরক্ষা বাগানের, দু-দুবার এগিয়েও ISL ডার্বি সেই অধরা ইস্টবেঙ্গলের
শনিবার, দিনের প্রথম দুই সেশনে জ্যাক ক্রাওলি তাঁর বাজবল নীতি গ্রহণ করার পর জ্বলে ওঠেন জসপ্রিত বুমরাহ। তিনি সেট হয়ে যাওয়া জো রুটকে ইনসুইঙ্গারে ফিরিয়ে দেন। হায়দরাবাদের নায়ক অলি পোপকে ফিরিয়ে দেন ইয়র্কারে।
ইংল্যান্ড চা বিরতি পর্যন্ত ৪ উইকেটে তোলে ১৫৫ রান। ভারতের প্রথম ইনিংসের চেয়ে ইংল্যান্ড এখনও ২৪১ রানে পিছিয়ে। ভারত প্রথম ইনিংসে করেছে ৩৯৬ রান। আগের দিন (শুক্রবার) যশস্বী জয়সওয়াল তাঁর প্রথম ডাবল সেঞ্চুরি করেন। আর, এর ফলেই ভারত প্রথম ইনিংসে প্রতিযোগিতায় মুখরক্ষার মত স্কোর নিশ্চিত করে।