/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/E81Fvv3VgAY9iaN_copy_1200x676_1.jpeg)
লর্ডসে যুদ্ধের ইতি নেই। ভারতীয় দ্বিতীয় ইনিংস চলাকালীনই এবার ধুন্ধুমার বাঁধল কোহলি-আন্ডারসনের। চতুর্থ দিনে বেশ ব্যাকফুটে ভারত। ইতিমধ্যেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে ইন্ডিয়া। এরমধ্যেই শিরোনামে কোহলি বনাম আন্ডারসন কান্ড।
গতকাল, শনিবার জেমস আন্ডারসন ক্রিজে নামতেই কোহলি বুমরাকে শর্ট বল করার নির্দেশ দিয়েছিলেন। এবার ভারতীয়রা ব্যাট করার সময়েও আন্ডারসন পাল্টা দিচ্ছিলেন। ক্রিজে ছিলেন কোহলিও। দুই ওপেনার দ্রুত আউট হয়ে যাওয়ার পরে কোহলির দায়িত্বেই ছিলেন ইনিংস টানার। যদিও তিনি আউট হয়ে যান ব্যক্তিগত ২০ রানে।
আরও পড়ুন: একের পর এক ভুল সিদ্ধান্ত! কোহলিকে সরিয়ে পন্থকে দায়িত্বে চাইছেন ক্ষিপ্ত গাভাসকার
এমনই পরিস্থিতিতে আন্ডারসনকে ধুয়ে দিলেন কোহলি। পূজারা ছিলেন নন স্ট্রাইকিং এন্ডে। বল করে রান আপে ফিরে যাওয়ার সময় কোহলি হঠাৎ আন্ডারসনকে বলে বসেন, "তুমি আমাকে গলাগালি দিচ্ছ, তাই নয় কি? এটা তোমার এলাকা নয়।" এর মাঝেই ইংরেজ তারকা পেসারও অল্প কথায় পাল্টা দেন। সেই ওভারের পঞ্চম বলেই পরে ফের একবার কোহলির মুখে পড়ে যান তিনি। কোহলি স্লেজ করার ভঙ্গিতে বলে দেন, "বিড় বিড় করতে থাক! বুড়ো বয়সে এসে এমনটাই হয়।" স্লেজিংয়ের সঙ্গে কোহলি কুকথা ব্যবহার করেন বলেও অভিযোগ উঠেছে।
Kohli vs Anderson 2021. pic.twitter.com/awziOIK3vF
— vkohli (@vkohli_cric) August 15, 2021
The year is 2050 and a 68 year-old Jimmy Anderson has taken his 1,500th Test Wicket snicking off Virat Kohli Jr first ball. pic.twitter.com/JwKQhataCY
— England's Barmy Army (@TheBarmyArmy) August 9, 2021
ভারতীয় ইনিংসের ১৭তম ওভারে আন্ডারসনের ওপর কোহলির বাক্যবান ছোটানোর কারণ, সেই ওভারেই কোহলি আম্পায়ারের কাছে অভিযোগ করেন, আন্ডারসন বলে করে পিচে ক্ষত তৈরির উদ্দেশ্য নিয়ে অনেকটা ঢুকে পড়ছেন। তারপরেই কথার যুদ্ধ শুরু করেন ইন্ডিয়ান ক্যাপ্টেন।
আরও পড়ুন: বাউন্সারের পর বাউন্সার! বুমরার বিষ-বোলিংয়ে দুঃস্বপ্ন আন্ডারসনের, মুখ খুললেন স্টেইনও
চতুর্থ দিনে লর্ডসের ঐতিহ্যবাহী ঘন্টা বাজিয়ে খেলা শুরু করেন দীপ্তি শর্মা।প্রথম ইনিংসে ২৭ রানে পিছিয়ে থাকা অবস্থায় খেলতে নেমে ভারত অবশ্য বেশ বেকায়দায়। মার্ক উড ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (২১), কেএল রাহুলকে (৫) ফিরিয়ে দেন শুরুতেই। বিরাট কোহলিকে ফেরান স্যাম কুরান। ৫৫/৩ হয়ে যাওয়ার পরে ভারতীয় ইনিংসের উদ্ধারকার্য চালাচ্ছেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন