ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজে দুরন্ত প্রত্যাবর্ন করছে ইংল্যান্ড। কার্ডিফে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড পাঁচ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে।ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম টি-২০ ম্যাচে লোকেশ রাহুলের দুরন্ত সেঞ্চুরি আর কুলদীপ যাদবের পাঁচ উইকেটে ভর করে জয় পেয়েছিল ভারত। রবিবার অর্থাৎ আজ ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে সিরিজের শেষ ও ফয়সলা ম্যাচে নামবে ভারত-ইংল্যান্ড। এখন দেখার কোহলিরা জয় ছিনিয়ে আনতে পারে কি না!
When is India vs England 3rd T20I?
কখন হবে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচটি?
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচটি হবে রবিবার, ৮ জুলাই, ২০১৮।
Where is India vs England 3rd T20I?
কোথায় হবে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচটি?
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচটি হবে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে।
What time does India vs England 3rd T20I match begin?
কখন দেখানো হবে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচটি?
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচটি ভারতীয় সময় সন্ধে ছ’টায় শুরু হবে। বিকেল সাড়ে পাঁচটায় টস। টিভি সম্প্রচার শুরু বিকেল পাঁচটা থেকে।
Which TV channels will broadcast India vs England 3rd T20I match?
কোন টিভি চ্যানেলে দেখানো হবে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচটি?
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টি ২০ ম্যাচটি দেখানো হবে সনি সিক্স ও সনি সিক্স এইচডি-তে, ইংরাজিতে ধারাভাষ্য় শোনা যাবে এখানে। হিন্দি ধারাভাষ্য়ের জন্য সনি টেন স্পোর্টস থ্রি, সনি টেন স্পোর্টস থ্রি এইচডি।
How do I watch online live streaming of India vs England 3rd T20I?
অনলাইনে কী করে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচটি?
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচটি সনি লাইভে লাইভ স্ট্রিমিং হবে। এছাড়াও লাইভ স্কোর, লাইভ আপডেট ও লাইভ ধারাভাষ্য়র জন্য রয়েছে IndianExpress.com
What are the squads of India vs England 3rd T20I?
ভারত বনাম ইংল্যান্ডের দলটা কী হচ্ছে ?
ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মণীশ পাণ্ডে, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া. দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, উমেশ যাদব, ক্রনাল পাণ্ডিয়া, দীপক চাহার।
ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), মঈন আলি, জনি বেয়ারস্টো, জেক বল, জোস বাটলার, স্যাম কুরান, টম কুরান, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডন, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড উইলি, দাইদ মালান।