IND Vs ENG 3rd T20I Playing XI: টানা দুটো জয়েও টিম ইন্ডিয়ায় বাদ এই তারকা! বড় বদল ঘটিয়ে রাজকোটে সূর্যকুমাররা

India Vs England Playing 11 in Rajkot T20I: প্ৰথম টেস্টে ভারত একপেশে জয় পেয়েছিল। দ্বিতীয় টি২০-তে রুদ্ধশ্বাস থ্রিলারে ভারত জয় পেয়েছে তিলক ভার্মার ব্যাটে ভর করে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Harry Brook bowled by Varun Chakravarthy

IND vs ENG: বল হাতে ভেলকি দেখাচ্ছেন বরুণ চক্রবর্তী (টুইটার)

India Vs England Playing 11 in Rajkot 3rd T20I Match: মঙ্গলবার রাজকোটের নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে খেলতে নামছে ভারত-ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে আপাতত ভারত ২-০ এগিয়ে রয়েছে। রাজকোটে জিতলেই ভারত সিরিজ জয় সম্পন্ন করে ফেলবে।

Advertisment

তৃতীয় টি২০-তে কেমন একাদশ সাজাতে চলেছে দুই দল দেখে নেওয়া যাক

ধ্রুব জুরেলের জায়গায় রামনদীপ সিং

সাইড স্ট্রেনে ইনজুরির কারণে নীতিশ রেড্ডি বাকি সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর তাঁর জায়গায় চেন্নাইয়ে নামানো হয়েছিল ধ্রুব জুরেলকে। স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল শিভম দুবে এবং রামনদীপ সিংকে। বাকি সিরিজে নেই রিঙ্কু সিং-ও। এমন অবস্থায় ভারতের ব্যাটিং কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এমন অবস্থায় ধ্রুব জুরেলকে বসিয়ে তৃতীয় টি২০-তে খেলানো হতে পারে রামনদীপ সিংকে।

Advertisment

দক্ষিণ আফ্রিকায় খেলেছিলেন রামনদীপ সিং। ব্যাটিং দক্ষতা প্রমাণও করেছেন। তিনি লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংও করতে পারেন। ভালো ফিল্ডারও।

জায়গা হবে না মহম্মদ শামির

ভারতের টি২০ দলনেতা সূর্যকুমার যাদব জানিয়েই দিয়েছেন, টিম কম্বিনেশনের কারণে জায়গা হচ্ছে না মহম্মদ শামির। রাজকোটের পিচ ব্যাটিং সহায়ক। এমন অবস্থায় শামিকে আবার-ও একটা ম্যাচে বসে থাকতে হবে। ২০২৩-এর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর এখনও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেনি তাঁর।

জেমি ওভারটনের জায়গায় রেহান আহমেদ

ইংল্যান্ড অপরিবর্তিত দলের কথা ঘোষণা করেছে। ইংল্যান্ড এই সিরিজে পুরোপুরি পেসারদের ওপর নির্ভর করছে। একমাত্র স্পিনার খেলছেন আদিল রশিদ। রেহান আহমেদকে জেমি ওভারটনের জায়গায় ইংল্যান্ড মঙ্গলবার খেলায় কিনা, সেটাই দেখার।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রামনদীপ সিং, অর্শদীপ সিং, রবি বিশ্নোই, বরুণ চক্রবর্তী

ইংল্যান্ডের সম্ভাব্য প্ৰথম একাদশ

বেন ডাকেট, ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন/ রেহান আহমেদ, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড

England Indian Cricket Team Indian Team England Cricket Team India Cricket Team Team-India Team India Team India