লর্ডসে টিম ইন্ডিয়া তাঁকে টার্গেট করেছিল। ছিনিয়ে নিয়েছিল ঐতিহাসিক জয়ও। তবে জেমস আন্ডারসন যে সহজে ফুরিয়ে যাননি তা ফের একবার প্রমাণ করলেন হেডিংলে টেস্টে। একাই ভারতীয় ব্যাটিংয়ে ধস নামিয়ে ফের একবার নায়কের আসনে। লিডসে প্রথম সেশনেই ভারতের টপ অর্ডার গুটিয়ে দিলেন আন্ডারসন। টসে জিতে ব্যাট করতে নেমে ভারত প্ৰথম ঘন্টাতেই হারায় কেএল রাহুল, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা এবং রাহানের উইকেট। এর মধ্যে প্ৰথম তিনজনই আন্ডারসনের শিকার।
Advertisment
আর লর্ডস টেস্টের পরে ইংল্যান্ড দারুণভাবে প্রত্যাবর্তন ঘটানোয় মাঠে উপস্থিত ইংরেজ সমর্থকরা বেজায় খুশি। কোহলি আউট হতে গ্যালারিতেই শুরু সেলিব্রেশন। আন্ডারসনের বলে কোহলি আউট হতেই ইংরেজ সমর্থকদের খুশির বাঁধ ভাঙে। কোহলি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় দেখা যায় গ্যালারি থেকে ইংরেজ সমর্থকরা ব্যঙ্গ করছেন তাঁকে উদ্দেশ্য করে।
ইংরেজ সমর্থকদের চিৎকার করে বলতে শোনা যায়, "আরও আনন্দে ভাসো বিরাট। জিমি প্ৰথম ঘন্টাতেই তিনটে শিকার করে ফেলল।" এই ঘটনার ভিডিও আবার শেয়ার করা হয়েছে ইংল্যান্ডের বার্মি আর্মির টুইটার পেজ থেকে।
Advertisment
Anderson gets Kohli for the 7th time in Test, this man has done it once again, amazing.pic.twitter.com/XoIOYaI9Ge