রাহানের ক্যাপ্টেনশিপে দারুণ সফল টিম ইন্ডিয়া। আবার ক্যাপ্টেন হিসাবে সাম্প্রতিক অতীতে কোহলির পারফরম্যান্স যথাযথ নয়। এমন প্রেক্ষিতেই নেতৃত্ব বদল নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে চেন্নাইয়ে প্রথম টেস্টে হারের পর।
চেন্নাইয়ে প্রথম টেস্টে হারের পরেই কোহলি বলে দিয়েছিলেন, টিম ইন্ডিয়া ক্রিকেটারদের শারীরিক ভাষা নেতিবাচক ছিল। তারপরেই জল্পনা শুরু হয়েছিল, তিনি নেতৃত্বে ফিরে আসায় ক্রিকেটারদের ইচ্ছাকৃত খারাপ খেলার দিকে তিনি ইঙ্গিত করেছিলেন কিনা!
তবে রাহানে সাংবাদিক সম্মেলনে এই বিষয় সাফ উড়িয়ে দিলেন। বলে দিলেন, বিরাটই তাঁর সবসময় অধিনায়ক থাকবেন।
আরো পড়ুন: দলে মৌলবি ঢুকিয়ে সাম্প্রদায়িকতা ছড়িয়েছেন! বড় অভিযোগে বিদ্ধ জাফর, আব্দুল্লা
রাহানে বললেন, "কোহলি যা বলেছে যে কিছুসময় ক্রিকেটারদের এনার্জি ঠিকঠাক থাকে না, এটা সত্যি। এর অর্থ এই নয় যে অধিনায়ক বদল হয়েছে। বিরাট কোহলি সবসময়েই আমার ক্যাপ্টেন। যদি আপনারা বিতর্ক খোঁজেন, তাহলে সেটা এখানে পাবেন না।"
এরপরেই রাহানে আরো বলে দেন, তাঁর ফর্ম নিয়ে ভাবিত নন তিনি। বরং টিম গেম হিসাবে দলের প্রতিই তাঁর ফোকাস রয়েছে, "দেশের মাটিতে দু বছর পর আমরা খেলছি। তাই আমাদের ফোকাস কোনো ব্যক্তি বিশেষের উপর নয়, টিমের ওপর সর্বদা। যদি শেষ ১০-১৫ টেস্ট হিসাব করা যায়, তাহলে বোঝা যাবে আমি কত রান স্কোর করেছি।"
দলের কম্বিনেশন কী হবে, তা অবশ্য খোলসা করলেন না তিনি। রাহানে জানালেন, "স্কোয়াডের প্রত্যেকেই প্রথম একাদশে থাকতে পারে। অক্ষর প্যাটেল ফিট হয়ে যাওয়া ভাল সঙ্কেত। কে দ্বিতীয় টেস্টে খেলবে, সেটা বলছি না। আমাদের প্রত্যেক স্পিনারই ভাল। ওরা ভাল করতে মুখিয়ে রয়েছে।"
টিম ইন্ডিয়া স্কোয়াড:
বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, জসপ্রীত বুমরা, মায়াঙ্ক আগারওয়াল, ইশান্ত শর্মা, কেএল রাহুল
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন