Advertisment

India vs England 1st Test: ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট কীভাবে দেখবেন, কোথায় দেখবেন?

India vs England first test cricket match: বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইন আপকে পাঁচ দিনের মধ্যে দু দুবার পরাস্ত করতে পারেন কী করে ইংল্যান্ডের বোলাররা, সেই স্ট্র্যাটেজিই কষে চলেছে দলের থিঙ্ক ট্যাঙ্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

India vs England 1st test cricket match 2018: আজ শুরুভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট

India vs England 1st test: আজ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দু দলের কাছেই। অধিনায়ক বিরাট কোহলির কাছে ব্যক্তিগত পারফরম্যান্সের সাপেক্ষেও এই ম্যাচ অত্য়ন্ত জরুরি। আগের বার ইংল্যান্ড সফরে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন তিনি। ২০১৪-তে শেষবার ইংল্যান্ড সফরে গিয়েছিলেন বিরাট কোহলি। সেবার চূড়ান্ত ব্যর্থ হন তিনি।পাঁচ টেস্ট মিলিয়ে ১৩৪ রান করেছিলেন তিনি। ব্যাটিং গড় ছিল ১৩.৪০। এমনকি বিরাটের ব্যাট থেকে একটি অর্ধ-শতরানও আসেনি সেবার। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইংল্যান্ড জিতে নিয়েছিল ৩-১ ব্যবধানে। এবার ইংল্যান্ডে ভাগ্যের চাকা ঘোরাতে বদ্ধপরিকর কোহলি। দলগত ভাবেও এই সিরিজ জিততেই চাইবেন তিনি, বিশেষ করে ওয়ান ডে সিরিজের ফলাফলের পর।

Advertisment

অন্যদিকে ওয়ান ডে তে জয়ের পর টেস্টেও নিজেদের জয়যাত্রা ঘরের মাঠে অব্যাহত রাখতে মরিয়া ইংরেজরা। বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইন আপকে পাঁচ দিনের মধ্যে দু দুবার পরাস্ত করতে পারেন কী করে ইংল্যান্ডের বোলাররা, সেই স্ট্র্যাটেজিই কষে চলেছে দলের থিঙ্ক ট্যাঙ্ক।

India vs England 1st test cricket match watch live score and streaming online

ভারত বনাম ইংল্যান্ড- প্রথম টেস্ট কবে?

১ অগাস্ট শুরু প্রথম টেস্ট

প্রথম টেস্ট কোথায়?

ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট খেলা হবে বার্মিংহ্যামের এজবাস্টনে।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট কখন শুরু?

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩ ৩০ মিনিটে।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট কোথায় সম্প্রচারিত হবে?

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট দেখা যাবে সোনি সিক্স (Sony Six), সোনি টেন ৩ (Sony Ten 3) ও সোনি টেন ৩ এইচ ডি (Sony Ten 3 HD)-তে।

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট অনলাইন লাইভ স্ট্রিমিং কী ভাবে দেখা যাবে?

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট দেখা যাবে Sony Liv- এ।

cricket Test cricket
Advertisment