গোটা বিশ্বে অন্যতম জনপ্রিয় খেলা হল ক্রিকেট। আর এই খেলায় এমন কিছু ঘটনার সাক্ষী হতে হয়, যা হয়ত কেউ কল্পনাও করতে পারবেন না। এমনই একটি ঘটনার সাক্ষী হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড (Indian Cricket Team) টেস্ট ম্য়াচ। সূর্যগ্রহণের প্রত্যক্ষ প্রভাব পড়েছিল এই ম্য়াচের উপর। কী হয়েছিল? আসুন, তাহলে বাকিটা জেনে নেওয়া যাক।
সালটা ছিল ১৯৮০। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে জুবিলি টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়েছিল। তবে এই টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিনে একটি স্মরণীয় ঘটনার সাক্ষী থেকেছিল গোটা ক্রিকেট বিশ্ব। এই বিশেষ দিনেই ভারতে সূর্যগ্রহণ (Solar Eclipse 2025) দেখা গিয়েছিল। ৮৭ শতাংশ ঢেকে গিয়েছিল এই বিশালাকার নক্ষত্র।
বিশ্রাম দেওয়া হয়েছিল ক্রিকেটারদের
এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে দ্বিতীয় দিনের খেলা পিছিয়ে দেওয়া হবে। অর্থাৎ, সেদিন দুই দলের মধ্যে কোনও খেলাই হয়নি। বিসিসিআই-এর যুক্তি ছিল, খেলা দেখার জন্য মাঠে যদি ৫০,০০০ দর্শকও হাজির হয়, তাহলে সূর্য গ্রহণের সময় তাঁদের দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। এই যুক্তিতে সায় দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও।
প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার বব উইলিশ লিখেছেন, 'তবে এই সিদ্ধান্তটা কার্যত ব্যুমেরাং হয়ে গিয়েছিল। কারণ বিকেলের দিকে আকাশটা শুধুমাত্র হালকা মেঘলা হয়েছিল। এরথেকে বেশি আর কিছু হয়নি।' প্রসঙ্গত, এই একই কারণে ১৯৯৯ সালের ১১ অগাস্ট ব্রিটেনে বেশ কয়েকটি ক্রিকেট ম্য়াচ দেরি করে শুরু হয়েছিল। কারণ সেইসময় সূর্যগ্রহণের সময় ছিল সকালবেলা।
কী হয়েছিল ম্য়াচের ফলাফল?
যাইহোক, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত এই ক্রিকেট ম্য়াচে টস জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে ভারত ২৪২ রানে অলআউট হয়ে যায়। ৪৯ রান করেছিলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার সুনীল গাভাসকার। আর ৪০ রান করেছিলেন সৈয়দ কিরমানি। এরপর ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে শতরান করেন ইয়ান বোথাম। ২৯৬ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ১৪৯ রানে অলআউট হয়ে গিয়েছিল। কপিল দেব (৪৫) ছাড়া ব্যাট হাতে কেউ নজর কাড়তে পারেননি। অবশেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ইংল্য়ান্ড বিনা উইকেটে ৯৮ রান তোলে। আর সেইসঙ্গে ১০ উইকেটে ম্য়াচটা জিতে যায়।