New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/09/wXtDyK5h3rtG9wek1F0W.jpg)
Team India: ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকেই সফল হর্ষিত রানা Photograph: (বিসিসিআই)
Team India: ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকেই সফল হর্ষিত রানা Photograph: (বিসিসিআই)
India vs England, IND vs ENG 2nd ODI Barabati Stadium Pitch Report And Cuttack Weather Forecast: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৩ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত সিরিজের ফয়সালা করতে মরিয়া থাকবেন। রবিবার কটকের ম্যাচ সিরিজের নির্ণায়ক হয়ে উঠতে পারে । বিরাট কোহলি প্লেয়িং ইলেভেনে ফিরে আসছেন। অন্যদিকে, কোনও ফরম্যাটেই আপাতত রানের দেখা নেই রোহিতের ব্যাটে। তাই সকলের নজর থাকবে দুই মহারথীর দিকে।
কোহলির ফিরে আসার সঙ্গে সঙ্গেই শ্রেয়াস আইয়ার অথবা যশস্বী জয়সওয়ালের মধ্যে কোনও একজনকে রিজার্ভে বসতে হবে। শ্রেয়স আইয়ার নাগপুরে দারুণ হাফসেঞ্চুরি করে ভারতকে কঠিন অবস্থা থেকে উদ্ধার করেন। পিচ স্পিনারদের জন্য উপযোগী হতে পারে। এমন অবস্থায় ভারত বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়ার কথা ভাবছে।
আবহাওয়ার পূর্বাভাস: অ্যাকিউওয়েদারের মতে, দিনের বেলায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, যেখানে বিকেলের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা বেশ গরম এবং আর্দ্র থাকবে। সন্ধ্যায় তাপমাত্রা দ্রুত কমে ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে এবং রাতের বেলায় তা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে।
পিচ রিপোর্ট: কটকের পিচ নাগপুরের পিচের মতোই, যা স্পিন বোলারদের জন্য উপযোগী হবে। রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব এই পিচে বিপজ্জনক হতে উঠতে পারেন। ভারত আবার বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়ার কথা ভাবতে পারে। রাতের দিকে ভারী শিশির পড়ার সম্ভাবনা রয়েছে, তাই টস জয়ী দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে।
স্কোয়াড
>ভারত: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে.এল. রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা
ইংল্যান্ড: হ্যারি ব্রুক, বেন ডাকেট, জো রুট, জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জেমি ওভারটন, জস বাটলার, জেমি স্মিথ, ফিলিপ সল্ট, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড