Advertisment

শ্রেয়সের চোটেও জায়গা মিলল না সূর্যকুমারের, সিরিজ দখলের লড়াইয়ে দলে এলেন পন্থ

শুক্রবার ম্যাচ জিতলেই ভারত সিরিজ দখল করে ফেলবে। এমন অবস্থায় দুই দলেই জোড়া পরিবর্তন ঘটল মর্গ্যানের বদলে ওডিআই অভিষেক ঘটছে লিয়াম লিভিংস্টোনের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চোট পেয়ে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। তবু প্রথম একাদশে সুযোগ জুটল না সূর্যকুমার যাদবের। বদলে দলে নেওয়া হলে ঋষভ পন্থকে। যিনি উইকেটকিপারের পাশাপাশি দলে চার নম্বর পজিশনে ব্যাটিং করতেও নামবেন। কেএল রাহুলকে উইকেটকিপিংয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল।

Advertisment

সেই সঙ্গে যুজবেন্দ্র চাহালকে ফের একবার ওডিআই একাদশে ব্রাত্য হলেন। ভাবা হয়েছিল বাদ পড়বেন কুলদীপ যাদব। আগের ম্যাচে কুলদীপ একদমই নজর কাড়তে পারেননি। ৯ ওভারে কোনো উইকেট দখল না করেই ৬৪ রান করেছিলেন। তবে তাঁকে রেখেই দল গড়া হল এদিন। আগের ম্যাচে মার্ক উডের বলে কনুইয়ে চোট পান রোহিত শর্মা। তারপরে আর ফিল্ডিং করতে পারেননি তিনি। তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। তবে এদিন রোহিতকে প্রথম একাদশে রেখেই দল গড়া হয়েছে। অর্থাৎ রোহিতের চোট মোটেই গুরুতর নয়। এদিনের একাদশ দেখে স্বস্তিই মিলেছে মুম্বই ইন্ডিয়ান্সের।

টসে আরো একবার হেরেছে ভারত। টসে জিতে ইংরেজ নেতা জস বাটলার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

আরো পড়ুন: চলতি বছরেই বাইশ গজে ভারত বনাম পাকিস্তান! মোদির টুইটে জল্পনা তুঙ্গে

ইংল্যান্ডের একাদশে একটি বদল ঘটেছে। চোট পাওয়ার পরে বাদ পড়েছেন মর্গ্যান, স্যাম বিলিংস। বাইরে রাখা হয়েছে মার্ক উডকেও। তিন পরিবর্তনে দলে ঢুকেছেন ডেভিড মালান, লিভিংস্টোন এবং রিস টপলে।

ভারতীয় প্রথম একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পন্থ, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ

ইংল্যান্ড প্রথম একাদশ:
জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ডেভিড মালান, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কুরান, টম কুরান, আদিল রশিদ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Indian Cricket Team
Advertisment