Advertisment

মাঠে নেমেই বেয়ারস্টোকে 'আক্রমণ'! ইংল্যান্ডের মাঠে কুখ্যাত কাণ্ডে চরম শোরগোল, দেখুন ভিডিও

লিডসে জারভোর কীর্তির পরেই নেটিজেনরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এমন ঘটনা মোটেই হাসির উদ্রেক করছে না। এমনিতেই ক্রিকেটাররা বায়ো বাবলের মধ্যে রয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

থামানোই যাচ্ছে না। একবার নয়, দু-বার নয়। তিনবার একই কাণ্ড করে বসলেন ইংল্যান্ডের কুখ্যাত দর্শক ড্যানিয়েল জার্ভিস ওরফে জারভো-৬৯। লর্ডস, হেডিংলের পরে এবার জারভোর কীর্তির সাক্ষী থাকল কেনিংটন ওভাল।

Advertisment

আগের দু-বার ভারতীয় জার্সিতে ব্যাটিং করতে নেমেছিলেন। এবার জারভোকে দেখা গেল টিম ইন্ডিয়ার জার্সিতে বোলিং করতে। জারভোকে দৌড়ে আসতে দেখি ক্রিকেটাররা খেলা থামিয়ে দেন। অবাক হয়ে যান সকলেই। বোলিং একশন সম্পন্ন করেই জারভো সরাসরি ধাক্কা দিলেন জনি বেয়ারস্টোকে। ক্ষিপ্ত বেয়ারস্টো সঙ্গেসঙ্গেই তীব্র অসন্তোষ প্ৰকাশ করেন। যার পরে ইংল্যান্ডের মাঠে নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল।

আরও পড়ুন: রাহানে শৌচকর্মে যেতেই গন্ডগোল! ওলটপালট কোহলিদের যাবতীয় রণকৌশল, তুঙ্গে আলোচনা

ভারতের জার্সিতেই ক্রিকেট মাঠে দেখা যায় জারভোকে। লিডসে অনুপ্রবেশ ঘটানোর পরে ইয়র্কশায়ার কর্তৃপক্ষ আজীবন নিষিদ্ধ করেছে জারভোকে। পিটিআই-কে ইয়র্কশায়ারের এই মুখপাত্র জানিয়েছেন, আর্থিক জরিমানার সঙ্গেই নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। নিষিদ্ধ তালিকাভুক্ত হয়েও যে বিন্দুমাত্র হেলদোল নেই কুখ্যাত এই ইংরেজ দর্শকের, তা শুক্রবারের কান্ডেই পরিষ্কার।

লিডসে জারভোর কীর্তির পরেই নেটিজেনরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এমন ঘটনা মোটেই হাসির উদ্রেক করছে না। এমনিতেই ক্রিকেটাররা বায়ো বাবলের মধ্যে রয়েছেন। বাইরের জগতের সঙ্গে সংস্রবহীন অবস্থায়। এমন আবহে এই বায়ো বাবলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাছাড়া জারভো শুক্রবার যেভাবে জনি বেয়ারস্টোর ওপরে ঝাঁপিয়ে পড়ল, তাতে অসৎ উদ্দেশ্যে সে যদি হাতে লুকোনো অস্ত্র নিয়ে আসত, তাহলে কী হত, তা ভেবেই ঘুম উড়ছে ক্রিকেট মহলের। গুরুতর চোটের সম্মুখীন হতে পারতেন জনি বেয়ারস্টো।

ভারত শুক্রবার সকালের সেশনেই দ্রুত ইংল্যান্ডের তিন উইকেট ফিরিয়ে দেয়। গতকাল অপরাজিত থাকা ক্রেগ ওভার্টন এবং দাভিদ মালানকে উমেশ যাদব ফিরিয়ে দেওয়ার পরে ইংল্যান্ড একসময় ৬২/৫ হয়ে গিয়েছিল। সেখান থেকেই দলকে টানছিলেন জনি বেয়ারস্টো এবং অলি পোপ। লাঞ্চের ঠিক আগেই বেয়ারস্টোর মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে হাজির হন জারভো।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Indian Cricket Team
Advertisment