Advertisment

দুজনকে বাদ দিয়েই গোলাপি টেস্টে কোহলিরা! জিতলেও বদলে যাচ্ছে ভারতের একাদশ

ব্যাটিং লাইনআপে সম্ভবত কোনো পরিবর্তন ঘটছে না। তবে বোলিংয়ে জোড়া পরিবর্তন ঘটতে পারে। বুমরা ফিরলে বসতে হবে মহম্মদ সিরাজকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গোলাপি বলের যুদ্ধ। তা-ও আবার ঘরের মাঠে। আহমেদাবাদের মোতেরায় তৃতীয় টেস্টে ভারতের একাদশে একাধিক পরিবর্তন ঘটতে পারে। এমনটাই সূত্রের খবর। দ্বিতীয় টেস্টেও বিশ্রামে পাঠানো হয়েছিল স্পিডস্টার জসপ্রীত বুমরাকে। মোতেরায় গোলাপি বলের টেস্টের একাদশে বুমরার ফেরা নিশ্চিত।

Advertisment

গত কয়েকবছর ধরেই বুমরা জাতীয় দলের বোলিংয়ের প্রধান অস্ত্র। দলকে একাধিক সাফল্য এনে দিয়েছেন তিনি। তবে চোট আঘাতের সমস্যাও রয়েছে তাঁর। সেই কারণেই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে বেছে বেছে খেলানো হচ্ছে তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে যেমন বিশ্রাম পেয়েছেন তেমন আসন্ন টি২০ স্কোয়াড থেকেও বাইরে রাখা হয়েছে তাঁকে।

আরো পড়ুন: মনীশ পান্ডের আন্তর্জাতিক কেরিয়ার প্রায় শেষ! ঠিক হয়ে গেল শনিবারই

তৃতীয় টেস্ট দিন-রাতের হওয়ায় বুমরাকে রেখেই প্রথম একাদশ গড়বেন কোহলিরা। প্রথাগতভাবে দিন রাতের টেস্টে পেসাররা সহায়তা পান বেশি। অন্তত গত ১৫টি ডে নাইট টেস্টের পরিসংখ্যান এমনই বলছে। ২০১৯-এ ইডেনে দেশের মাটিতে ভারত এখনো পর্যন্ত একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশের বিরুদ্ধে।

সেই টেস্টে ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা এবং উমেশ যাদবদের ত্রিমুখী পেস আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রতিপক্ষের দুই ইনিংস মিলিয়ে ১৯টি উইকেট ফেলেছিল ভারতীয় বোলাররা। এর মধ্যে সবকটি উইকেট দখল করেন পেসাররা। অশ্বিন-জাদেজা দুই ইনিংসে মাত্র ৭ ওভার বোলিং করেন। কোনো উইকেট পাননি।

আরো পড়ুন: জাতীয় দলে উপেক্ষিত অশ্বিন, ক্ষোভে ফুঁসে উঠলেন গম্ভীর

অতীতের সেই পরিসংখ্যান সামনে রেখেই তৃতীয় টেস্টে ভারত জোড়া স্পিনার- তিন পেসার নাকি চলতি সিরিজের প্রথম দুই টেস্টের মত দুই পেসার-তিন স্পিনার ফর্মুলায় দল সাজায় সেটা দেখার।

ব্যাটিং লাইনআপে সম্ভবত কোনো পরিবর্তন ঘটছে না। তবে বোলিংয়ে জোড়া পরিবর্তন ঘটতে পারে। বুমরা ফিরলে বসতে হবে মহম্মদ সিরাজকে। আবার উমেশ যাদবও ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে স্কোয়াডে প্রত্যাবর্তন করেছেন। তিন পেসার খেলালে উমেশ খেলতে পারেন কুলদীপ যাদবের জায়গায়। আগের টেস্টে অশ্বিনের স্পিনিং পার্টনার হিসাবে অক্ষর প্যাটেল যথেষ্ট সফল। অভিষেকেই পাঁচ উইকেট দখল করেছেন। তাকে বসানোর কথা ভাবাই হচ্ছে না। সেক্ষেত্রে কোপ পড়বে সেই কুলদীপের উপর।

তৃতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/উমেশ যাদব, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা

শেষ দুই টেস্টে ইন্ডিয়ান স্কোয়াড:
বিরাট কোহলি, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, উমেশ যাদব

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Indian Cricket Team
Advertisment