Advertisment

পিচ বিভ্রাটে আইসিসির হস্তক্ষেপ চাইলেন রুট! বিতর্ক বাড়ালেন ম্যাচের পরেই

ম্যাচের পরে জো রুট সরাসরি না বললেও জানিয়ে দিলেন পিচ কতটা স্পিন সহায়ক ছিল। মোতেরার পিচ বিভ্রাটের পর আইসিসির নিয়ম কী বলছে?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতের কাছে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কার্যত ছিটকে গিয়েছে ইংল্যান্ড। ম্যাচের পরে জো রুট সরাসরি না বললেও জানিয়ে দিলেন পিচ কতটা স্পিন সহায়ক ছিল। মোতেরার পিচ বিভ্রাটের পর আইসিসির নিয়ম কী বলছে, তা জানা জরুরি।

Advertisment

রুটকে পিচের বিষয়ে জিজ্ঞাসা করা হতেই ইংরেজ অধিনায়ক জানিয়ে দেন, তাঁর মত একজন পার্টটাইম স্পিনার পাঁচ উইকেট দখল করেছেন। এতেই বিষয়টি স্পষ্ট। "যদি আমিই পাঁচ উইকেট পাই, তাহলে বোঝাই যাচ্ছে পিচ কতটা স্পিনারদের সাহায্য করেছে। প্রতিটি দেশই হোম কন্ডিশনের সুবিধা নিয়ে থাকে। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য্য।"

আরো পড়ুন: মোদি স্টেডিয়ামে কীভাবে আদানি-রিল্যায়েন্স এন্ড! আসল রহস্য জানা গেল এবার

এরপরে রুট আরো বলেন, "বিশ্বের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর জায়গায় গিয়ে খেলার মাধ্যমেই নিজের স্কিল আরো উন্নত করার প্রয়াস চালাতে হয়।"

আইসিসির বক্তব্য কী?
স্পিন সহায়ক খারাপ পিচের বিষয়ে আইসিসির রুলবুকে যা লেখা রয়েছে তা হল- "খারাপ পিচ সেটাই যা ব্যাট বলের প্রতিদ্বন্দ্বিতাই ঘটতে দেয় না। এমন পিচ হয় ব্যাটসম্যানদের পর্যাপ্ত সাহায্য করে অথবা বোলারদের (সিম, স্পিন) এতটাই সাহায্য করে যে ব্যাটসম্যানদের পক্ষে রান তোলা মুশকিল হয়ে পড়ে। স্পিন ফ্রেন্ডলি খারাপ পিচ আবার ম্যাচের প্রথম থেকেই বোলারদের সাহায্য করে।"

রুট সরাসরি না বললেও আইসিসি-র হস্তক্ষেপ দাবি করেছেন সুকৌশলে। তিনি ম্যাচের পরেই বলে দিয়েছেন, "এটা আইসিসির দেখা উচিত। ওদেরই এটা দেখে সিদ্ধান্ত নিতে হবে। ক্রিকেটার হিসেবে আমরা কেবল যেকোনো পিচে খেলতে বাধ্য। হোম এডভান্টেজ থাকবেই। তবে দুই দলেই এত বিশ্বমানের ক্রিকেটার রয়েছে, তারা ম্যাচে সেভাবে অবদান রাখতে পারল না। এটা লজ্জার।" রুটের বক্তব্য, জেমস আন্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের মত তারকাদের সেভাবে ব্যবহারই করতে পারলেন না। আক্ষেপ সেখানেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team England
Advertisment