শচীনের রেকর্ড ভেঙে দেবেন জো রুট। এমনই চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করলেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিওফ্রে বয়কট। তাঁর বক্তব্য শচীনের টেস্টের ইতিহাসের সর্বকালের সেরা রানের রেকর্ড চূর্ণ করে দেবেন তাঁর স্বদেশীয় তারকা।
টেস্টে বেশ কিছুদিন ব্যাট হাতে ফর্মে ছিলেন না ইংরেজ তারকা। তবে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে শ্রীলঙ্কার মাটিতে দুরন্ত ফর্ম ফিরে পেয়েছেন তিনি। টানা দুটো টেস্টে সেঞ্চুরি করেছেন। তারমধ্যে একটা দ্বিশতরানও রয়েছে। প্রথম টেস্টে রুট ২২৮ করেছিলেন। যার সৌজন্যে ইংল্যান্ড সাত উইকেটে জয়লাভ করে। তারপরের টেস্টেই গলের মাঠে ১৮৬ করে দলকে ৬ উইকেটে জেতান। শ্রীলঙ্কার ঘরের মাঠেই ব্যাট হাতে তান্ডব চালিয়ে রুট চার ইনিংসে সংগ্ৰহ করেছেন ৪২৬। গড় ১০৬.৫০। আর দুরন্ত ফর্মের কারণেই রুট ইংল্যান্ডের টেস্টের সর্বকালের সর্বসেরা রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন।
আরও পড়ুন: সিরাজ-শার্দুল বাদ, ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে খোলনলচে দল নামাচ্ছে টিম ইন্ডিয়া
এরপরেই রুটকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে বয়কট দ্যা ডেইলি টেলিগ্রাফে নিজের কলামে লিখেছেন, "ডেভিড গাওয়ার, কেভিন পিটারসেন কিংবা আমার রান পেরিয়ে ইংল্যান্ডের সর্বকালের সেরা হওয়া নয়, জো রুটের ২০০ টেস্ট খেলে শচীনের থেকেও বেশি রান করার ক্ষমতা রয়েছে। রুটের বয়স মাত্র ৩০। এখনই ৯৯ টেস্ট খেলে ফেলেছে। রান করেছে ৮২৪৯ রান। যদি কোনো বড়সড় চোটের শিকার না হয়, তাহলে শচীনের ১৫৯২১ রান ভেঙে না দেওয়ার কোনো কারণ নেই।"
ইংল্যান্ডের হয়ে সেরাদের তালিকায় রুট ইতিমধ্যেই ভেঙে দিয়েছেন কেভিন পিটারসেন, ডেভিড গাওয়ার এবং জিওফ্রে বয়কটকে। আপাতত তাঁর সামনে রয়েছেন এলিস্টার কুক (১২৪৭২), গ্রাহাম গুচ (৮৯০০) এবং এলেক স্টুয়ার্ট (৮৪৬৩)। সব দেশ মিলিয়ে টেস্টে সর্বাধিক রান সংগ্ৰহকারীদের তালিকায় ২৬তম স্থানে রয়েছেন রুট। ৯৯ টেস্টে ৪৯.৩৯ গড়ে রান করেছেন তারকা ক্রিকেটার।
বয়কট আরো বলেছেন, রুটকে যেন অতীতের ব্যাটিং গ্রেটদের সঙ্গে তুলনা করার বদলে সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে বিচার করা হয়। "ওঁর সমসাময়িক যাঁরা বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনরাও ভাল। অনেক রান করবে। রুটকে যেন ওঁর সমসাময়িকদের সঙ্গেই তুলনা করা হয়। অতীতের ক্রিকেটারদের বদলে। কারণ প্রত্যেক ক্রিকেটারই সাম্প্রতিক সময়ের প্রোডাক্ট।" বলেছেন ইংরেজ কিংবদন্তি বয়কট।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন