Advertisment

কুলদীপ না হার্দিক, দ্বিতীয় টেস্টের দল গঠনে বিভ্রান্তিতে টিম ম্যানেজমেন্ট

ওয়াশিংটন সুন্দরের সঙ্গেই দলে জায়গা দখলের লড়াই কুলদীপ যাদবের। ওয়াশিংটন ব্যাট হাতে পারফর্ম করলেও বল হাতে আক্রমণাত্মক বোলারের ভূমিকা ভালো ভাবে পালন করতে পারবেন কুলদীপ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শনিবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ফের একবার স্পিনিং পিচে ফেলতে চাইছে ইন্ডিয়া। ইংরেজদের স্কোয়াডে কোয়ালিটি স্পিনার রয়েছে, এমনটা জেনেই ভারত টার্নারে নামার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। অস্ট্রেলিয়া সফরের সাফল্যের হানিমুন পর্ব আপাতত অতীত। ভারতকে ২২৭ রানে হারিয়ে বাস্তবের মাটিতে আছড়ে ফেলেছে ইংরেজরা। আর একটা টেস্ট হারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যাবে।

Advertisment

পিছিয়ে থাকা, চাপে থাকা অবস্থাতেই সেরাটা বের করে আনেন কোহলি। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। এবার দ্বিতীয় টেস্টে দলকে টেনে তোলারও দায়িত্ব তাঁর।

আরো পড়ুন: দলে মৌলবি ঢুকিয়ে সাম্প্রদায়িকতা ছড়িয়েছেন! বড় অভিযোগে বিদ্ধ জাফর, আব্দুল্লা

জোশ বাটলারের পরিবর্তে দ্বিতীয় টেস্টে খেলবেন বেন ফোকস। অন্যদিকে, জেমস আন্ডারসনের বদলে নামছেন স্টুয়ার্ট ব্রড। ভারতের প্রথম ইনিংসে ধস নামিয়ে দেওয়া ডম বেসকেও বাইরে রেখে ঢোকানো হয়েছে ইন্ডিয়ার চেনা শত্রু মঈন আলিকে। কনুইয়ে চোট লাগা জোফ্রা আর্চারের পরিবর্ত হচ্ছেন বোলার অলরাউন্ডার ক্রিস ওকস।

এদিকে, চিপকের কালো পিচ দেখে ক্রিকেট মহলের ধারণা প্রত্যাশার আগে থেকেই বল টার্ন করতে পারে। রবিচন্দ্রন অশ্বিনকে অন্যপ্রান্ত থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে পরিস্থিতি অনুযায়ী কখনো আগ্রাসী এবং কখনো রান আটকানোর ভূমিকা পালন করে। পুরোপুরি ফিট হয়ে উঠলে রবীন্দ্র জাদেজার যোগ্যতম বিকল্প হিসেবে অক্ষর প্যাটেলের নাম টিম লিস্টে দেখা যেতে পারে।

ওয়াশিংটন সুন্দরের সঙ্গেই দলে জায়গা দখলের লড়াই কুলদীপ যাদবের। ওয়াশিংটন ব্যাট হাতে পারফর্ম করলেও বল হাতে আক্রমণাত্মক বোলারের ভূমিকা ভালো ভাবে পালন করতে পারবেন কুলদীপ যাদব- এই অঙ্কে প্রথম একাদশে জায়গা পেতে পারেন বেশ কিছুদিন টেস্টে জায়গা না পাওয়া কুলদীপ। আবার টিম ম্যানেজমেন্টের একাংশের ধারণা স্পিনিং পিচে লোয়ার অর্ডারে ব্যাটিং গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেইজন্য আবার হার্দিক পান্ডিয়াকে প্রথম একাদশে নামিয়ে চমক দিতে পারেন কোহলি।

টিম ইন্ডিয়া স্কোয়াড:

বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, জসপ্রীত বুমরা, মায়াঙ্ক আগারওয়াল, ইশান্ত শর্মা, কেএল রাহুল,

ইংল্যান্ডের স্কোয়াড:

ডম সিবলে, রোরি বার্নস, ড্যান লরেন্স, জো রুট, বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস, মঈন আলি, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, জ্যাক লিচ, অলি স্টোনস

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team England
Advertisment