দিন রাতের টেস্টে চলতি টেস্টের ধারা বজায় রাখল টিম ইন্ডিয়া। তিন স্পিনার এবং দুই পেসারেই দল সাজাল ভারত। জসপ্রীত বুমরা ফিরতেই বাদ পড়লেন মহম্মদ সিরাজ। অন্যদিকে আগের ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে না পারা কুলদীপকে ফের বাইরে যেতে হয়েছে। তার বদলে ফেরানো হয়েছে ওয়াশিংটন সুন্দরকে।
মোতেরায় ব্যাটিং গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই কারণেই বোলিং অলরাউন্ডার হিসাবে দলে জায়গা করে নিলেন সুন্দর।
আরো পড়ুন: মোদির নামে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম! প্রধানমন্ত্রীকে বেনজির সম্মান ঐতিহাসিক টেস্টের আগেই
ইংল্যান্ডের প্রথম একাদশে আবার চার পরিবর্তন। জেমস আন্ডারসন, জোফ্রা আর্চার, বেয়ারস্টো এবং ক্রলি প্রথম একাদশে এলেন জো বার্নস, ড্যান লরেন্স, অলি স্টোন এবং মঈন আলির বদলে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
এদিকে, ঐতিহাসিক টেস্টের আগে বড় খবর ভারতীয় ক্রিকেটে। দিন রাতের টেস্টের আগেই জানিয়ে দেওয়া হল, বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম নামকরণ করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। তৃতীয় টেস্ট খেলতে নামার আগে এই স্টেডিয়াম উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বতর্মানে একসঙ্গে ১ লাখ ১০ হাজার দর্শক খেলা দেখার বন্দোবস্ত রয়েছে মোতেরায়। তবে কোভিড প্রোটোকল মেনে মাত্র ৫৫ হাজার দর্শকে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে।
টিম ইন্ডিয়া প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা
ইংল্যান্ড প্রথম একাদশ: ডম সিবলে, জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস, জোফ্রা আর্চার, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড, জেমস আন্ডারসন
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন