Advertisment

বাদ পড়লেন উমেশ যাদব, টসে হেরে বেকায়দায় টিম ইন্ডিয়া

জসপ্রীত বুমরা ব্যক্তিগত কারণে দল ছাড়ার পর চতুর্থ টেস্টে উমেশ যাদব নাকি মহম্মদ সিরাজ-কে ঢুকবেন, তা নিয়ে চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্যক্তিগত কারণে বাড়ি ফিরে গিয়েছেন জসপ্রীত বুমরা। তার জায়গায় প্রথম একাদশে এবার নেওয়া হল মহম্মদ সিরাজকে। চোট সরিয়ে উমেশ যাদব জাতীয় দলে প্রত্যাবর্তন করলেও তাঁকে বাইরেই বসতে হচ্ছে। ভারতের বাকি একাদশ অপরিবর্তিত।

Advertisment

এদিকে, আহমেদাবাদে চতুর্থ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল জো রুট। কোহলি সাংবাদিক সম্মেলনে বলে দিলেন, "টসে জিতলে আমরাও প্রথমে ব্যাটিং নিতাম। প্ৰথম ইনিংসে ব্যাট করার জন্য একদম উপযুক্ত উইকেট। এই ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে। অতীতেও শুরুতে ব্যাটিং করে ইংল্যান্ড আমাদের চাপে রেখেছে।"

এদিকে, ইংল্যান্ড একাদশে স্টুয়ার্ট ব্রড এবং জোফ্রা আর্চারের জায়গায় এসেছেন ডম বেস এবং ড্যান লরেন্স।

ভারত প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ এবং ইশান্ত শর্মা

ইংল্যান্ড প্রথম একাদশ: ডম সিবলে, ড্যান লরেন্স, জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস, জ্যাক লিচ, ডম বেস, জেমস আন্ডারসন

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team England
Advertisment