/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/imgonline-com-ua-twotoone-pPbmVQM7XWgbn3oQ_copy_1200x676.jpg)
ক্রিকেট প্রেমীদের একেবারে চমকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আকাশ থেকেই চেন্নাই স্টেডিয়ামের দৃশ্য ক্যামেরাবন্দি করলেন। তা শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায়। শনিবার থেকেই চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে।
সেই টেস্টের সময়েই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চেন্নাই এবং কেরালা ভ্রমণে গিয়েছেন বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করতে। চেন্নাই পর্ব মিটিয়ে কোচি যাওয়ার সময়েই প্রধানমন্ত্রীর ক্যামেরায় ধরা পড়ে যায় চলতি টেস্টের সময়েই চিপকের দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় মোদি তা পোস্ট করতেই ভাইরাল।
টুইটারে সেই দৃশ্য পোস্ট করে ক্যাপশনে প্রধানমন্ত্রী লিখলেন, "চেন্নাইয়ের চলতি উত্তেজক টেস্ট ম্যাচের উড়ন্ত এই দৃশ্য ক্যামেরায় ধরলাম।" এমনিতে প্রধানমন্ত্রী ক্রিকেটপ্রেমী। গুজরাত ক্রিকেট সংস্থার সভাপতির ভূমিকা পালন করেছেন একসময়। এছাড়াও মুখ্যমন্ত্রী থাকাকালীন মোতেরা স্টেডিয়ামে বেশ কয়েকবার আন্তর্জাতিক ম্যাচে দেখা গিয়েছে তাঁকে।
Caught a fleeting view of an interesting test match in Chennai. 🏏 🇮🇳 🏴 pic.twitter.com/3fqWCgywhk
— Narendra Modi (@narendramodi) February 14, 2021
চেন্নাইয়ে এদিন কৃষকদের উদ্দেশে বার্তা দেওয়ার সময় নরেন্দ্র মোদি বলেন পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় শহিদ হওয়া জওয়ানদের স্মরণ করেন, "দু বছর আগে পুলওয়ামা হামলা হয়েছিল। সেই আক্রমণে শহিদ হওয়া জওয়ানদের প্রতি শ্রদ্ধা রইল। আমাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা গর্বিত। ওঁদের সাহসিকতা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।"
যাইহোক, চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ভারত চালকের আসনে। ইতিমধ্যেই ভারত ইংল্যান্ডের থেকে ২৪৯ রানের লিড নিয়ে ফেলেছে। টসে জিতে ব্যাট করতে নেমে ভারত রোহিত শর্মার ১৬১ এবং রাহানে-পন্থের হাফসেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে ৩২৯ তুলেছিল। জবাবে দুটো সেশনেই খতম হয়ে যায় ইংল্যান্ড। মাত্র ১৩৪ রানে। রবিচন্দ্রন অশ্বিন ফের একবার বল হাতে ভেলকি দেখান পাঁচ উইকেট দখল করে। তাঁকে যোগ্য সহায়তা করেন অভিষেক হওয়া অক্ষর প্যাটেল এবং ইশান্ত শর্মা। দুজনেই দুটি উইকেট নিয়েছেন। সিরাজের সংগ্রহে ১ উইকেট।
১৯৫ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ফের একবার ব্যাট করতে নেমেছে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারত ৫৪/১। ক্রিজে ব্যাটিং করছেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন