কোহলির পরামর্শেই নাকি আউট ঋষভ পন্থ। চাঞ্চল্যকর এমনই দাবি উঠে গেল সোশ্যাল মিডিয়ায়। হারের পরেই ক্যাপ্টেন কোহলির দিকে ধেয়ে এল অভিযোগের তীর।
ঋষভ পন্থ মানেই ভয়ডরহীন ব্যাটিং। সিডনি হোক বা ব্রিসবেন- পন্থ কঠিন পরিস্থিতিতে পাল্টা চাপ দেওয়ার 'খেলা'য় নিজেকে প্রমাণ করেছেন। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেও বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে পন্থের ব্যাট থেকে এসেছিল আগ্রাসী ৯১ রান।
আরো পড়ুন: ঘরের মাঠে কলঙ্কের হার ইন্ডিয়ার, কোহলি একা লড়েও বাঁচাতে পারলেন না
দ্বিতীয় ইনিংসেও পন্থ-ম্যাজিকের অপেক্ষায় ছিল টিম ইন্ডিয়া। তবে পন্থ বেশিক্ষণ টিকতে পারেননি। ১৯ বলে মাত্র ১১ রান করে আন্ডারসনের বলে রুটের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তারকা।
তবে পন্থের আউটের জন্য হঠাৎই 'খলনায়ক' বিরাট কোহলি। অন্তত নেটিজেনদের দাবি তেমনই। আসলে পন্থ আউট হওয়ার ঠিক আগের বলেই বিরাটের সঙ্গে হালকা কথোপকথন হয় তরুণ তুর্কির। কোহলিকে দেখা যায় কিছু একটা বিষয়ে পরামর্শ দিতে।
কোহলির উপদেশ দেওয়ার ঠিক পরের বলেই আউট হয়ে যান পন্থ। এখানেই আপত্তি নেটিজেনদের। তাদের বক্তব্য, পন্থকে নিজের স্বাভাবিক ছন্দে খেলতে দেওয়া উচিত ছিল। অযথা পরামর্শ দিতে গিয়ে পন্থকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন ক্যাপ্টেন।
সোশ্যাল মিডিয়ায় ম্যাচের পরেই তাই খলনায়ক বিরাট কোহলি। অনেকেই প্রশ্ন করছেন, অস্ট্রেলিয়ায় বিরাটের অনুপস্থিতি যে লড়াকু ক্রিকেট উপহার দিয়েছিল টিম ইন্ডিয়া। কোহলি দলে ফিরতেই সেই স্পিরিট উধাও।
কোনো সন্দেহ নেই, পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে দলে ফেরার ম্যাচেই হারের পরে যে ব্যাপক চাপের মুখে পড়লেন সুপারস্টার, তাতে কোনো সন্দেহ নেই।
যাইহোক, মাত্র সাড়ে চার দিনে ইংল্যান্ড ভারতকে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে গেল চেন্নাইয়ে।।দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচের সেরার পুরস্কারও পেলেন ক্যাপ্টেন জো রুট। এদিনের জয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা এখনো জিইয়ে রাখল ইংল্যান্ড।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন