ইংল্যান্ড সফররত ভারতীয় দলে এবার বড়সড় ধাক্কা। শনিবার রাতে করোনা টেস্টে পজিটিভ ধরা পড়লেন রোহিত শর্মা। রাতেই বোর্ডের তরফে সরকারিভাবে রোহিতের আক্রান্ত হওয়ার ঘটনা জানিয়ে দেওয়া হয়। জানানো হয়েছে, জাতীয় দলের ক্যাপ্টেন এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন। বোর্ডের মেডিক্যাল টিম কড়া নজর রাখছে হিটম্যানের ওপর।
জুলাইয়ের ১ তারিখ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে নামার পাঁচদিন আগেই করোনা টেস্টে পজিটিভ হলেন রোহিত। ভারত এই মুহূর্তে লেসেস্টারশায়ারের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলছে। প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন ব্যাট করতে নামেননি রোহিত।
প্ৰথম টেস্টে খেলতে নামার আগে মাত্র পাঁচদিন আগে রোহিতের আক্রান্ত হওয়ার খবর জানা গেল। ১ জুলাই থেকে একমাত্র টেস্টে রোহিতের মাঠে নামা নিয়ে এখনও বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে রোহিতের খেলা নিয়ে পুরোমাত্রায় সংশয় চালু হয়ে গেল।
আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ভয়ঙ্কর বিপদে পাক ক্রিকেটার! উঠল ধর্ম অবমাননার অভিযোগ
ঘটনাচক্রে, গত বছর ইংল্যান্ড সফর নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায়। সেই সময় ভারতীয় শিবিরে করোনা হানা দিয়েছিল। রবি শাস্ত্রী নিজের বই প্রকাশ অনুষ্ঠানের পরেই টিম ইন্ডিয়ার একাধিক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হন।
তাৎপর্যপূর্ণভাবে চলতি সপ্তাহের প্ৰথমে আবার কোহলির আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে গিয়েছিল। বলা হচ্ছিল মালদ্বীপে ছুটি কাটিয়ে আসার পরে কোহলি নাকি আক্রান্ত হন। যদিও ভাইরাসের সংক্রমণ কাটিয়ে কোহলি জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে খেলছেন।
আরও পড়ুন: জুতোর দোকান খুললেন IPL-এর কলঙ্কিত এই আম্পায়ার! উঠেছিল যৌন নিগ্রহের অভিযোগও
গত বছর স্থগিত হয়ে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচ এবার আয়োজিত হতে চলেছে। ভারত সিরিজে এই মুহূর্তে ২-১'এ এগিয়ে রয়েছে। কোচ রাহুল দ্রাবিড় বড় রেকর্ডের মুখে দাঁড়িয়ে রয়েছেন। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয় নিশ্চিত হলেই ইতিহাসের পাতায় উঠে যাবেন তিনি। একমাত্র টেস্টের পর ভারত তিনটে করে টি২০ এবং ওয়ানডে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।