বিশাল ধাক্কা ভারতের, দিল্লি ক্যাপিটালসের! চোটে ছিটকেই গেলেন শ্রেয়স

ফিল্ডিং করার সময় বিশ্রী ভাবে চোট পান জাতীয় দলের তারকা ব্যাটসম্যান। আইপিএলেও সম্ভবত খেলতে পারবেন না।

ফিল্ডিং করার সময় বিশ্রী ভাবে চোট পান জাতীয় দলের তারকা ব্যাটসম্যান। আইপিএলেও সম্ভবত খেলতে পারবেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যা ভাবা হয়েছিল, তাই হল। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই ওডিআই ম্যাচ তো বটেই, আইপিএলের অর্ধেকের বেশি সময় বাইরে থাকবেন শ্রেয়স আইয়ার। ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধের হাড় সরে যায় শ্রেয়সের। সঙ্গেসঙ্গেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন তিনি। মঙ্গলবারই তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন পরে যায়।

Advertisment

২৪ ঘন্টা পরেই ক্রিকইনফো-র প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। আইপিএলের প্রথম পর্বে খেলতে পারবেন না দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন।

আরো পড়ুন: আম্পায়ারদের অসম্মান করে চাপে রাখছেন! বিস্ফোরক অভিযোগে ছিন্নভিন্ন কোহলি

Advertisment

মঙ্গলবারই স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় শ্রেয়সকে। বোর্ডের তরফে টুইট করে জানানো হয়, "অষ্টম ওভারে ফিল্ডিং করতে গিয়ে কাঁধের হাড় সরে গিয়েছে শ্রেয়স আইয়ারের। ওঁকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত ম্যাচে আর নামতে পারবে না শ্রেয়স।” এখনো সরকারিভাবে শ্রেয়সের শারীরিক আপডেট না দেওয়া হলেও জানা গিয়েছে, বেশ কিছু সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।

শ্রেয়স আইয়ার বাইরে চলে গেলেও ভারতের শক্তি একটুও কমবে না। কারণ সূর্যকুমার যাদব, শুভমান গিলের মত দুই তরুণ পরিবর্ত রিজার্ভেই রয়েছেন।

টিম ইন্ডিয়ার শ্রেয়স আইয়ারের অভাব অনুভূত না হলেও দিল্লি ক্যাপিটালসে সমস্যা বাড়ল। শুধু একজন নেতাই নন, শ্রেয়স দিল্লি দলের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। শ্রেয়সের অনুপস্থিতিতে ঋষভ পন্থ, অজিঙ্কা রাহানে অথবা স্টিভ স্মিথকে নেতৃত্বের দায়িত্ব সামলাতে হতে পারে।

শেষ ছয় মাসে এই নিয়ে দুবার কাঁধের চোট পেলেন আইয়ার। এর আগে অস্ট্রেলীয় সফরে সীমিত ওভারের সিরিজ চলাকালীন কাঁধে চোট পেয়েছিলেন তারকা ব্যাটসম্যান।

অস্ট্রেলীয় সফরের পর টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের আগে বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে চারটে ম্যাচ খেলেন শ্রেয়স। এর মধ্যে দুটো সেঞ্চুরি করেন তিনি।

অসময়ের চোটে চিন্তায় পড়ল কাউন্টি ক্লাব ল্যাঙ্কশায়ারও। কিছুদিন আগেই তারকা ভারতীয়কে রয়্যাল লন্ডন কাপের জন্য সই করিয়েছিল ইংল্যান্ডের ক্লাব। ১৫ জুলাই থেকে ল্যাঙ্কশায়ারে যোগ দেওয়ার কথা আইয়ারের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team