অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার ভারতের টার্গেট ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ। ভাঙাচোরা দল নিয়ে অজিদের বধ করার পরেই মিষ্টি দুশ্চিন্তা টিম ইন্ডিয়ার অন্দরমহলে। কাকে বাদ দিয়ে কাকে বাছা হবে, তা নিয়েই এখন ঘুম ওড়ার জোগাড় ম্যানেজমেন্টের।
দেশের মাটিতে অপ্রতিরোধ্য শক্তি ভারত। রবীন্দ্র জাদেজার অভিষেকের পর মাত্র ১টি টেস্টে হেরেছে টিম ইন্ডিয়া। এতেই বোঝা যায় দাপট কোন পর্যায়ে। যাইহোক, প্রথম দুই টেস্টে খেলতে পারবেন না সৌরাষ্ট্রের তারকা এই অলরাউন্ডার।
আরও পড়ুন: সিরাজ-শার্দুল বাদ, ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে খোলনলচে দল নামাচ্ছে টিম ইন্ডিয়া
কিন্তু তাঁর পরিবর্তে কাকে নেওয়া হবে, তা এখনো স্থির করে উঠতে পারেনি টিম। জাদেজার পরিবর্ত হিসাবে তিন নাম উঠে এসেছে- অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দর।
হার্দিক পান্ডিয়া:
তিন সম্ভাব্যের মধ্যে হার্দিকই সবথেকে অভিজ্ঞ। ১১টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে হার্দিক পান্ডিয়া শেষবার জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলেছিলেন ২০১৮-র আগস্টে। তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তিনি বল করতে পারবেন কিনা, তার উপরেই। পিঠের চোট সারিয়ে ফিরে এখনো বল করেননি তিনি। গোটা আইপিএলে ব্যাট করলেও বল হাতে দেখা যায়নি তাঁকে। অস্ট্রেলিয়ার মাটিতে সীমিত ওভারের সিরিজে মাত্র ৪ ওভার হাত ঘুরিয়েছিলেন।
তবে ঘটনা হল, হার্দিক বল করতে পারলেও প্রথম একাদশে সুযোগ পাওয়া নিশ্চিত নয়। কারণ চেন্নাই প্রথাগতভাবেই স্পিনিং ট্র্যাক। টিম ম্যানেজমেন্ট স্পিনিং অলরাউন্ডার খেলানোরই পক্ষপাতী।
ওয়াশিংটন সুন্দর:
ব্রিসবেনে অভিষেকেই চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছেন ওয়াশিংটন সুন্দর। কেউ ভাবতেই পারেনি ইংল্যান্ড সিরিজেও প্রথম একাদশে ঢোকার বিষয়ে ফেভারিট তিনি। গাব্বায় দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ভেলকি দেখিয়েছিলেন। করে গিয়েছিলেন যথাক্রমে ৬২ ও ২২। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁকে দেখে কখনই মনে হয়নি মাত্র ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলীয়দের বিপক্ষে খেলছেন, তা-ও অজি দুর্গ বলে পরিচিত গাব্বায়। চিপকে তাঁকে রেখে দল গড়ার সম্ভবনা বেশ জোরালো।
অক্ষর প্যাটেল:
ভারতীয় দলে এবার নতুন চমক হিসাবে আবির্ভুত হতে পারেন অক্ষর প্যাটেল। ইংল্যান্ডরা প্রথাগতভাবে লেফট আর্ম স্পিনারের বিপক্ষে স্বচ্ছন্দ নয়, এই রণকৌশলেই টিমের অন্দরে অক্ষর প্যাটেলকে খেলানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। সীমিত ওভারের ক্রিকেটে এতদিন তাঁকে ভাবা হলেও ২০১৯-২০ মরশুমে গুজরাটের জার্সিতে ২৮ উইকেট দখল করেছিলেন। তারপর থেকেই নির্বাচকদের টেস্টের ভাবনায় তিনি ছিলেন। এতদিন সেভাবে সুযোগ না জুটলেও, এবার ইংল্যান্ডের বিপক্ষে অক্ষরকে সুযোগ দিয়ে চমকে দিতে পারে টিম ইন্ডিয়া।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন