Advertisment

বেনজির কীর্তি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে, পাঁচ বছরে সেরার সেরা কোহলিদের লড়াই

ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত সিরিজ জয়ে অভিষেককারী অক্ষর প্যাটেল, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন থেকে ঋষভ পন্থ প্রত্যেকেই উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনার হাজারো বিধিনিষেধও থামাতে পারল না রেকর্ড। নতুন রেকর্ডের চূড়ায় পৌঁছে গেল ভারত বনাম ইংল্যান্ডের চলতি সিরিজ। সদ্য সমাপ্ত ভারত বনাম ইংল্যান্ডের ভিউয়ারশিপ নজির গড়ল। প্রতি মিনিটে সিরিজের তুল্যমূল্য লড়াই দেখল গড়ে ১৩ লাখ লোক। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। সবমিলিয়ে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ উপভোগ করেছেন ১০৩ মিলিয়ন দর্শক। ২০১৯ সালের পর ভারতে অনুষ্ঠিত কোনো টেস্ট সিরিজের মধ্যে সর্বোচ্চ প্রথম দিনের ভিউয়ারশিপে আগেই নজির গড়েছিল।

Advertisment

টেস্টের প্রতি যে আবার আকর্ষণ ফিরে আসছে, ভারতের শেষ হয়ে যাওয়া সিরিজই সবথেকে বড় প্রমাণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আকর্ষণ এই জনপ্রিয়তা বৃদ্ধিতে যে সাহায্য করেছে তা বলাই বাহুল্য।

আরো পড়ুন: এই কালো জলেই লুকিয়ে বিরাটের তুখোড় ফিটনেসের রহস্য, দাম জানলে চমকে উঠবেন

ভিউয়ারশিপের প্রসঙ্গে বলতে গিয়ে স্টার স্পোর্টসের ভারতীয় শাখার প্রধান সংযোগ গুপ্তা জানিয়েছেন, "টেস্ট সিরিজে দর্শকদের প্রতিক্রিয়া পেয়ে আমরা অভিভূত। একবছর ভারতে টেস্ট খেলা বন্ধ থাকার পরে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল ভারত। এমন প্রেক্ষিতেই সিরিজ খেলা হয়। এতে সহায়তা করে স্টারের নিজস্ব মার্কেটিং ক্যাম্পেইন। চার আঞ্চলিক ভাষায় সম্প্রচার রেকর্ড ভিউয়ারশিপ পেতে সাহায্য করেছে। চলতি গ্রীষ্মে আরো উত্তেজক ক্রিকেটের লড়াই আমরা উপহার দিয়ে যাব। ভারত বনাম ইংল্যান্ডের একদিনের সিরিজের পরেই আইপিএল ফাইনাল। এবং শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।"

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে চাঁদমারী করে নেমেছিল ভারত। দুর্দান্ত সিরিজ জয়ে অভিষেককারী অক্ষর প্যাটেল, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন থেকে ঋষভ পন্থ প্রত্যেকেই উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। ৩-১'এ সিরিজ জিতে ভারত জুনে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

আপাতত তার আগে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজও সুপারহিট। সিরিজ ২-২। ফয়সালা হবে শনিবারের মোতেরায়। তারপরেই শুরু হবে একদিনের সিরিজ দুই দলের। সম্প্রচারকারী চ্যানেল দর্শকদের বিনোদন দিতে চেষ্টার ত্রুটি রাখছে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team England
Advertisment