Advertisment

ভয়ঙ্কর সমস্যায় কেকেআরের বরুণ! জাতীয় দল থেকে পুরোপুরি বাদ পড়ার মুখে তারকা

বেঙ্গালুরুতে এনসিএ একাডেমিতে আবার ফিটনেস টেস্টে ব্যর্থ হলেন তিনি। তাঁর নির্বাচন ঘিরে উঠে গিয়েছে প্রশ্ন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেকেআরের বরুণ চক্রবর্তীর সময়টা মোটেই ভালো যাচ্ছে না। জাতীয় দলে সুযোগ পেয়েও সম্ভবত টিম ইন্ডিয়ার জার্সিতে খেলার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তাঁকে। কারণ আবার বেঙ্গালুরুতে এনসিএ একাডেমিতে আবার ফিটনেস টেস্টে ব্যর্থ হলেন তিনি।

Advertisment

বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলে দিয়েছেন, "অস্ট্রেলিয়া সফরে কাঁধের চোটের জন্য খেলতে পারেনি বরুণ। সেই চোট সারিয়ে ফেরার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে বরুণকে নির্বাচিত করা হয়েছিল। তারপরে এনসিএ-তে রিহ্যাব করেছিল। ভালোভাবে থ্রো-ও করতে দেখা গিয়েছিল ওকে। তবে ও ইয়ো ইয়ো টেস্ট এবং ২ কিমি দৌড়ের ফিটনেস টেস্ট টানা দুবার ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছে।"

আরো পড়ুন: ভারতীয় হয়ে আইসিসিতে ‘ভারত বিরোধী’ কাজ, চাকরি খোয়ানোর মুখে সিইও মনু

বরুণ চক্রবর্তীর নির্বাচন নিয়ে আরো অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচনী প্যানেলকে। প্রশ্ন ওঠে গিয়েছে, যে ক্রিকেটার অক্টোবরের পর রাজ্য দল তামিলনাড়ুর হয়ে একটিও ম্যাচ খেলেনি তাঁকে কীসের ভিত্তিতে নির্বাচনী স্কোয়াডে রাখলেন নির্বাচকরা।

বোর্ডের সূত্র পিটিআইকে বলেছেন, "ও মুস্তাক আলি চলাকালীন রিহ্যাব করছিল। তবে তারপরেও ও তামিলনাড়ুর হয়ে বিজয় হাজারে ট্রফিতে একটাও ম্যাচ খেলেনি। পাঁচ মাস আগে কোন ম্যাচ খেলেছিল তাঁর ভিত্তিতে কীভাবে ওঁর ম্যাচ ফিটনেস বোঝা সম্ভব? বরুণ চক্রবর্তীর নির্বাচন নির্বাচকদের কাছে শিক্ষা হয়ে থাকবে।"

তারপর তিনি কড়া ভাষায় বলেছেন, "ভারতীয় দলে যে ফিটনেসের পর্যায়ে রয়েছে সেখানে কেবলমাত্র বোলিং করে স্কোয়াডে থাকা সম্ভব নয়।" জানা গিয়েছে, রাহুল চাহারকে খেলানো হবে টি২০-তে। কারণ টেস্ট সিরিজের শুরু থেকেই বায়ো বাবলের রয়েছেন চাহার।

এদিকে, বরুণ চক্রবর্তীর মতই সমস্যায় পড়েছেন টি নটরাজন। টি২০ দলের অন্যতম অস্ত্রের কাঁধে হালকা চোট রয়েছে। তবে তামিল তারকা দ্রুত ম্যাচ ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছেন। যদিও হাতে সময় খুব কম। জানা গিয়েছে, ফিট না হওয়ার কারণে সিরিজের প্রথম দুই ম্যাচে না-ও দেখা যেতে পারে নাট্টুকে। এনসিএ-তে মেডিক্যাল টিম নটরাজনকে ম্যাচ ফিট করে তোলার জন্য পুরো প্ৰচেষ্টা করছেন। জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন রাহুল তেওটিয়া। তিনিও নিজের দ্বিতীয় ফিটনেস টেস্টের ফলাফলের অপেক্ষায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR Indian Cricket Team
Advertisment