Advertisment

গাভাসকারদের পরামর্শ কানেই নিলেন না কোহলি! একগুঁয়েমিতে নিজের খেয়ালেই চলবেন তারকা

প্রাক্তনদের মতামত কানে তোলার প্রয়োজন মনে করছেন না বিরাট কোহলি। নিজের খেয়াল খুশি মতই দল সাজাবেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুনীল গাভাসকার বলছেন। লিডস বিপর্যয়ের পরেই দিলীপ বেঙ্গসরকারও মুখ খুলেছেন। তবে কোহলি নিজের গোয়ার্তুমিতেই অটল।বারবার ব্যাটিং বিপর্যয়ের পরে দেশের বিশেষজ্ঞ মহল জানিয়ে দিচ্ছে, একজন বোলারকে খেলিয়ে অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর পথে হাঁটতে পারে ভারত। তবে বিরাট কোহলি পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করার ইঙ্গিত দিয়েছেন সাংবাদিক সম্মেলনে।

Advertisment

চলতি ইংল্যান্ড সফরে ব্যাট হাতে নেমে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ঋষভ পন্থ। সুইং বলের সামনে অসহায় দেখাচ্ছে তাঁকে। এমন সুইং নির্ভর পরিস্থিতিতে পন্থকে ছয় নম্বরে নামানোর বদলে একজন ব্যাটসম্যানকে খেলানোর পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকার।

আরও পড়ুন: সূর্যকুমারকে কেন খেলানো হচ্ছে না! হারের পরেই কর্নেলের কড়া প্রশ্নের মুখে কোহলি

দিলীপ বেঙ্গসরকার আবার জানিয়েছেন, একজন বোলারকে বসিয়ে কোহলি ছয় নম্বরে সূর্যকুমার যাদবকে খেলাতে পারেন। তবে কোহলি সাফ জানিয়ে দিয়েছেন, "এই কম্বিনেশনে আমরা বিশ্বাসই করি না। ম্যাচ বাঁচানোর পরিবর্তে আমাদের ফোকাস ম্যাচ জেতাতে। অতীতেও আমরা এই কম্বিনেশনে খেলে জিতেছি। ব্যাটিং অর্ডারের প্ৰথম ছয় জন যদি নিজেদের কাজ না করতে পারে, তাহলে অতিরিক্ত একজন যে সেই বিপদ থেকে উদ্ধার করবে, এমন নিশ্চয়তা নেই।"

কেন পাঁচ বোলারে খেলানো হচ্ছে, সেই যুক্তিও দিয়েছেন কোহলি। বলেছেন, "হাতে পাঁচ বোলার থাকলে বোলারদের ক্লান্ত না করেই বিপক্ষের ইনিংস দু-বার আউট করার সুযোগ থাকে আমাদের।"

আরও পড়ুন: হারের পরেই বড় ধাক্কা! দলের সুপারস্টারকে নিয়ে হাসপাতালে ছুটলেন কোহলিরা

পরের টেস্টে যে বোলিং বিভাগে পরিবর্তন হতে পারে, তার আভাস দিলেন কোহলি। সেই ইঙ্গিত দিয়ে ভারতীয় দলনেতা জানিয়েছেন, "বোলিং বিভাগে পরিবর্তন হওয়ার সম্ভবনা মোটেই অযৌক্তিক বিষয় নয়। তবে আমরা কাউকে এমন পরিস্থিতিতে নিয়ে যেতে চাইনা, যেখানে একজন ভেঙে পড়তে পারেন। আমরা সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথাবার্তা চালাব। সকলেই যে টানা চারটে টেস্ট খেলতে পারবে, এমনটা আশা করাও উচিত নয়। কারা পরের টেস্টে নামার মত অবস্থায় রয়েছে, সেটা খতিয়ে দেখা হবে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Cricket News Virat Kohli Sunil Gavaskar Indian Cricket Team
Advertisment