সময়টা একদমই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। অফ ফর্মের জেরে জাতীয় দল থেকে বাদ পড়ার দাবি ক্রমাগত তীব্র হচ্ছে। টি২০ সিরিজ ছিল কোহলির কেরিয়ারের এসিড টেস্ট। তিনটে টি২০-তেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। এবার ওয়ানডে সিরিজের আগেই দুঃসংবাদ। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, কোহলি কুঁচকির চোটের কারণে প্ৰথম ওয়ানডেতে অনিশ্চিত। ট্রেন্ট ব্রিজে তৃতীয় টি২০ খেলার সময়েই নাকি চোট পান মহাতারকা।
সংবাদসংস্থাকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "শেষ ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছেন কোহলি। তবে ব্যাট করার সময়ে নাকি ফিল্ডিংয়ের সময়ে চোট পেয়েছেন তা নিশ্চিত নয়। ওভালে সম্ভবত মঙ্গলবার প্ৰথম ওয়ানডেতে খেলতে পারবেন না কোহলি।"
আরও পড়ুন: ৪০০ টাকার জন্য ‘IPL’ খেলল ২১ চাষী! রাশিয়ানদের ঠকাতে মোদির গুজরাটে বড় কেলেঙ্কারির পর্দাফাঁস
জুলাইয়ের ১২ তারিখে ওভালে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। বৃহস্পতিবার এবং রবিবার সিরিজের বাকি দুই ম্যাচ হবে। প্রথম ম্যাচে খেলতে না পারলেও শেষ দুই ম্যাচে মাঠে দেখা যেতে পারে মহাতারকাকে। চোট কতটা গুরুতর, তা-ও জানা যায়নি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে। ইংল্যান্ড সফর শেষ করেই ভারত ক্যারিবীয় মুলুকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে উড়ে যাবে। কোহলির সঙ্গেই বিশ্রামে রাখা হয়েছে জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার মত তারকাদের।
ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের স্কোয়াড অবশ্য এখনও ঘোষিত হয়নি। অস্ট্রেলিয়ায় সামনেই টি২০ বিশ্বকাপ। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণ শক্তির দলই নামাতে চলছে ভারত।
টিম ইন্ডিয়ায় কোহলির জায়গা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে তারকার সাম্প্রতিক ফর্মের জন্য। ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে কোহলি দুই ম্যাচে মাত্র ১২ রান করেছেন। তবে ভারতের ২-১ ব্যবধানে সিরিজ জিততে সমস্যা হয়নি। আড়াই বছর ধরে কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই। ২০১৯-এর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলি শেষবার ওয়ানডেতে শতরান করেন।