কোহলির নেতৃত্বে টানা চার টেস্টে হার! চেন্নাই বিপর্যয়ের পরেই প্রশ্নের মুখে অধিনায়ক

পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে দলে ফেরার ম্যাচেই হারের পরে যে ব্যাপক চাপের মুখে পড়লেন বিরাট কোহলি, তাতে কোনো সন্দেহ নেই। নেতৃত্ব নিয়েও উঠে গেল প্রশ্ন।

পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে দলে ফেরার ম্যাচেই হারের পরে যে ব্যাপক চাপের মুখে পড়লেন বিরাট কোহলি, তাতে কোনো সন্দেহ নেই। নেতৃত্ব নিয়েও উঠে গেল প্রশ্ন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একদিকে ক্যাপ্টেন বিরাট কোহলি। অন্যদিকে ক্যাপ্টেন জো রুট। দুই তারকার সম্মুখ সমরে শেষ হাসি হাসলেন ইংরেজ তারকাই। আর চেন্নাই হারের পরেই প্রশ্নের মুখে পড়ল কোহলির নেতৃত্ব। আরো একবার। কোহলির নেতৃত্বে টানা চার টেস্টে হারল টিম ইন্ডিয়া। অন্যদিকে, নেতৃত্বে রেকর্ড গড়লেন জো রুট। নেতা হিসেবে দলকে ২৬তম টেস্ট জয় এনে দিলেন। ইংরেজ অধিনায়কদের মধ্যে যা সবথেকে বেশি। এর আগে এত বেশি টেস্ট অন্য কেউ ইংরেজ অধিনায়ক জিততে পারেননি।

Advertisment

২০১৭ সালে শেষবার ঘরের মাঠে টেস্ট হেরেছিল টিম ইন্ডিয়া। তার পর টানা চার বছর অপরাজেয় ছিল ভারত। সেই তকমাও এদিন মঙ্গলবার শেষ হয়ে গেল।

আরো পড়ুন:পন্থকে ‘আউট’ করেছেন কোহলি! বিশ্রী হারের পরেই ভয়ানক অভিযোগে ছিন্নভিন্ন ক্যাপ্টেন

Advertisment

তবে আলোচনায় চলে আসছে ক্যাপ্টেন কোহলির পারফরম্যান্স। ব্যাট হাতে দলের সেরা ভরসা হলেও, অধিনায়ক হিসেবে বারবারই প্রশ্নবিদ্ধ হচ্ছেন কোহলি। চেন্নাইয়ের হার ধরলে টানা চার ম্যাচ হার ভারতের। শেষবার যে টেস্টে কোহলি নেতৃত্ব দিয়েছিলেন সেই এডিলেড টেস্টে কলঙ্কের নজির গড়ে ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। তার আগে নিউজিল্যান্ড সফরে টানা দুই টেস্টে হারে ভারত।

১) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হার
২) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে হার
৩) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে হার
৪) ইংল্যান্ডের বিরুদ্ধে ২২৭ রানে হার

চতুর্থ ইনিংসে ভারতীয়দের হয়ে অবশ্য সর্বোচ্চ রান করে গেলেন তারকা। পঞ্চম দিনে কোহলি একাই লড়াই চালিয়ে ৭২ করে যান। তারপর দ্বিতীয় সেশনে বেন স্টোকসের বলে বোল্ড হয়ে যান। ২০১৮ সালে জানুয়ারির পর এই প্রথমবার বোল্ড আউট হলেন তিনি। সেই ম্যাচের পর ৩৭ ইনিংসে ব্যাট করলেও বোল্ড হননি। সেটাই এবার হলেন চেন্নাইয়ে।

ক্যাপ্টেন কোহলির দুর্দশার দিনে নয়া শৃঙ্গ গড়ে ফেলল ইংল্যান্ড। চেন্নাই টেস্ট জয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন জিইয়ে রাখা ছাড়া বিদেশে টানা ছয় টেস্ট জিতে ফেলল। ভারতে আসার আগেই শ্রীলঙ্কার মাটিতে পরপর দু টেস্ট জিতেছিল ইংরেজরা। সেই কর্তৃত্ব অক্ষুণ্ন রেখেই এদিন জয়। উপমহাদেশে বাইরের দেশ হিসেবে টানা টেস্ট জেতার নজিরে এগিয়ে অস্ট্রেলিয়া। ২০০২-২০০৪ সালে টানা সাত টেস্ট জিতেছিল অজিরা। চেন্নাইয়ে পরের টেস্ট জিতলেই সেই রেকর্ডও ছুঁয়ে ফেলবে ইংল্যান্ড।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Indian Cricket Team