/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/kohli-ashwin-1_copy_1200x676.jpg)
যুক্তিগ্রাহ্য কোনও কারণ নয়। বরং নিজের ব্যক্তিগত কারণেই কোহলি দল থেকে বাইরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিনকে। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন এবার ইংল্যান্ডের তারকা ক্রিকেটার নিক কম্পটন।
ওভালে স্পিন সহায়ক উইকেটে রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রাখার ঘটনায় বিশ্ব ক্রিকেট স্তম্ভিত। বিশেষজ্ঞরা একযোগে জানিয়েছেন ওভালে রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশের বাইরে রাখার কোনও যুক্তিই নেই। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনে দুর্ধর্ষ বোলিং করেছিলেন। তারপরে কাউন্টি দলের হয়ে সারের জার্সিতে হাফডজন শিকার করেছেন কয়েকদিন আগেই।
আরও পড়ুন: রাহানে শৌচকর্মে যেতেই গন্ডগোল! ওলটপালট কোহলিদের যাবতীয় রণকৌশল, তুঙ্গে আলোচনা
তা সত্ত্বেও অদ্ভুতভাবে চলতি সিরিজের একটি ম্যাচেও জায়গা হয়নি অশ্বিনের। এর আগের সফরে রবীন্দ্র জাদেজা একটাই মাত্র টেস্ট খেলেছিলেন। তবে চলতি সফরে দলের ফার্স্ট চয়েস স্পিনার হিসাবে চারটে টেস্টেই খেলে ফেলেছেন। এবং শোচনীয়ভাবে বল হাতে ব্যর্থ হয়েছেন।
এমন পরিস্থিতিতেই চাঞ্চল্যকর মন্তব্য এবার ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার নিক কম্পটনের। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, "কেউ কি আমাকে বোঝাতে পারবে কীভাবে কোহলির ব্যক্তিগত ঝামেলাকে দলের একাদশ নির্বাচনে অনুমতি দেওয়া হচ্ছে।" ২০১২ টেস্ট সিরিজে ভারতকে পরাস্ত করা ইংল্যান্ড স্কোয়াডের অন্যতম তারকা ছিলেন নিক কম্পটন।
Please can someone explain how Kohli obvious personal issues with Ashwin are allowed to cloud an obvious selection issue? #india
— Nick Compton (@thecompdog) September 2, 2021
অশ্বিন লম্বা ফরম্যাটের ক্রিকেটে বরাবর ভারতের প্ৰথম পছন্দের স্পিনার। বিদেশ সফরে বাইরে থাকলেও এতদিন রিজার্ভ বেঞ্চ আগে কখনও গরম করেননি। তবে অশ্বিনকে ইংল্যান্ড সফরে বাইরে রাখলেও, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে খেলাতেই হবে। কারণ হোম কন্ডিশনে অশ্বিনকে কোনওভাবেই বাইরে রাখতে পারবেন না কোহলি। অশ্বিন-জাদেজার সঙ্গেই তৃতীয় স্পিনার হিসাবে সুন্দর অথবা অক্ষর প্যাটেলকে দেখা যেতে পারে একাদশে।
আরও পড়ুন: মাঠে নেমেই বেয়ারস্টোকে ‘আক্রমণ’! ইংল্যান্ডের মাঠে কুখ্যাত কাণ্ডে চরম শোরগোল, দেখুন ভিডিও
যাইহোক, চলতি ওভালে ম্যাচ এখনও ৫০-৫০। ভারতের প্রথম ইনিংসে ১৯১ রানের জবাবে ইংল্যান্ড স্কোরবোর্ডে তুলেছিল ২৯০। জবাবে গতকালই ভারত কোনও উইকেট না খুঁইয়ে ৪৩/০ ছিল দিনের শেষে। তৃতীয় দিন প্রথম সেশনে লাঞ্চ বিরতি পর্যন্ত ভারত ১০৮/১। ৪৬ রানে আন্ডারসনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন কেএল রাহুল। ক্রিজে আপাতত ব্যাটিং করছেন চেতেশ্বর পূজারা এবং রোহিত শর্মা। ভারতের লিড ৯ রানের। হাতে এখনও ৯ উইকেট।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন