Advertisment

জাতীয় দলে থাকতে হলে নিয়ম মানো! KKR-এর বরুণকে কড়া বার্তা কোহলির

বেঙ্গালুরুতে এনসিএ একাডেমিতে আবার ফিটনেস টেস্টে ব্যর্থ হয়েছেন বরুণ চক্রবর্তী। তাঁর নির্বাচন ঘিরে উঠে গিয়েছে প্রশ্ন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। তারপরেই অস্ট্রেলীয় গামী স্কোয়াডে রাখা হয়েছিল কেকেআরের বরুণ চক্রবর্তীকে। তবে চোটের কারণে অজি সফরে যেতে পারেননি তারকা স্পিনার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি২০ স্কোয়াডেও রাখা হয় তারকাকে। তবে এবার ফিটনেস টেস্টেই উত্তীর্ণ হতে ব্যর্থ হন তামিল তারকা।

Advertisment

জাতীয় দলে খেলার জন্য প্রত্যেক ক্রিকেটারকেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে ইয়ো ইয়ো টেস্টে উত্তীর্ণ হতে হয়। ফিটনেস বাধা পেরোতে না পারায় জাতীয় দলের হয়ে অভিষেকই আপাতত হচ্ছে না বরুণ চক্রবর্তীর। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তে নামার আগেই বরুণ চক্রবর্তীর বাদ পড়া নিয়ে মুখ খুললেন ক্যাপ্টেন বিরাট কোহলি।

আরো পড়ুন: ধাওয়ানকে বাদ দেওয়ার ঘোষণা কোহলির, টি২০ শুরুর আগেই দুঃসংবাদ পেলেন বাঁ হাতি

কোহলি সাফ জানিয়ে দিলেন, "জাতীয় দলের জন্য যে সিস্টেম চালু করা হয়েছে, তার গুরুত্ব সকলকে বুঝতে হবে। উচ্চপর্যায়ের ফিটনেস নিয়েই আমাদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে হবে। সেই কারণেই এই ভারত দল ক্রিকেট খেলায় ফিটনেসের মাপকাঠিতে একদম ওপরে।"

এর পরে কোহলি আরো বলেন, "টিম ইন্ডিয়ার অংশ হতে গেলে আশা করব প্রত্যেক ক্রিকেটার সমস্ত নিয়ম মেনে চলবে। এই ক্ষেত্রে কোনোরকম কম্প্রোমাইজ করা যাবে না।"

বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা এর আগে পিটিআইকে বলে দিয়েছিলেন, “অস্ট্রেলিয়া সফরে কাঁধের চোটের জন্য খেলতে পারেনি বরুণ। সেই চোট সারিয়ে ফেরার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে বরুণকে নির্বাচিত করা হয়েছিল। তারপরে এনসিএ-তে রিহ্যাব করেছিল। ভালোভাবে থ্রো-ও করতে দেখা গিয়েছিল ওকে। তবে ও ইয়ো ইয়ো টেস্ট এবং ২ কিমি দৌড়ের ফিটনেস টেস্ট টানা দুবার ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছে।”

বরুণ চক্রবর্তীর নির্বাচন নিয়ে আরো অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচনী প্যানেলকে। প্রশ্ন ওঠে গিয়েছে, যে ক্রিকেটার অক্টোবরের পর রাজ্য দল তামিলনাড়ুর হয়ে একটিও ম্যাচ খেলেনি তাঁকে কীসের ভিত্তিতে নির্বাচনী স্কোয়াডে রাখলেন নির্বাচকরা।

বোর্ডের সূত্র পিটিআইকে বলেছেন, “ও মুস্তাক আলি চলাকালীন রিহ্যাব করছিল। তবে তারপরেও ও তামিলনাড়ুর হয়ে বিজয় হাজারে ট্রফিতে একটাও ম্যাচ খেলেনি। পাঁচ মাস আগে কোন ম্যাচ খেলেছিল তাঁর ভিত্তিতে কীভাবে ওঁর ম্যাচ ফিটনেস বোঝা সম্ভব? বরুণ চক্রবর্তীর নির্বাচন নির্বাচকদের কাছে শিক্ষা হয়ে থাকবে।”

তারপর তিনি কড়া ভাষায় বলেছেন, “ভারতীয় দলে যে ফিটনেসের পর্যায়ে রয়েছে সেখানে কেবলমাত্র বোলিং করে স্কোয়াডে থাকা সম্ভব নয়।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Indian Cricket Team
Advertisment