তবে দীর্ঘদেহী ইংরেজ পেসার দারুণভাবে ফিরে এসে তুলে নেন ক্রিজে 'খোঁড়াতে' থাকা ধাওয়ানকে। গ্লাভসে লেগে বাটলারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ধাওয়ান।
চাপের মুহূর্তে এরপরেই ভারত ক্রমশ নুইয়ে পড়তে থাকে। ঋষভ পন্থ ব্রাইডন কার্সকে মিড অন দিয়ে সপাটে ছক্কা হাঁকান। পরের ওভারেই পতন কোহলির। শরীর থেকে অনেকটা বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটকিপার বাটলারের হাতে ক্যাচ তুলে যান কোহলি।
সূর্যকুমার যাদব ভারতের রান তাড়া করার স্বপ্ন বজায় রেখে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৪২ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। ক্রিজে সপ্রতিভ থাকা সূর্যকুমারকে ফিরিয়ে ফের একবার ধাক্কা দেন টপলি। বোল্ড করে দেন তারকাকে। এরপরে হার্দিক জাদেজার সঙ্গে পার্টনারশিপে ২৮ রান তুলে ভারতকে টানতে থাকেন। এই জুটিতে ভাঙন ধরান মঈন আলি। সুইপ করতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ তুলে বিদায় নেন হার্দিক (২৯)। শামি ব্যাট হাতে লর্ডস মাতাচ্ছিলেন। দুটো বাউন্ডারির সঙ্গে দুর্দান্ত একটা ছক্কাও হাঁকান তারকা। তবে তৃতীয় স্পেলে বল করতে এসে শামিকে তুলে নেন টপলি। ফুলার লেংথের বল হাঁকাতে গিয়ে শামি লং অনে ধরা পড়েন। ফ্লিক করতে গিয়ে জাদেজা (২৯) ক্লিন বোল্ড হয়ে যান পার্ট টাইম স্পিনার লিয়াম লিভিংস্টোনের বলে।
এরপরে জুজবেন্দ্র চাহালকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেটের কোটা সম্পন্ন করেন টপলি। তার ঠিক দুই বল পরে বাটলারের হাতে উইকেটের পিছনে ক্যাচ তুলে আউট হতেই ম্যাচ খতম।
রবিবার ম্যাঞ্চেস্টারে সিরিজ নির্ধারণকারী ম্যাচে নামবে দুই দল।