Advertisment

দিন রাতের টেস্টের শুরু কখন, কোন চ্যানেলে দেখাবে, জেনে নিন এক ক্লিকে

একটা টেস্ট হারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যাবে ভারতের। চেন্নাইয়ে প্রথম টেস্ট হারের পরেই ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রথম টেস্টে বিশ্রী হারের পরেই ঘুরে দাঁড়িয়েছে ভারত। স্পিনিং ট্র্যাকেই ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারত। দুই ইনিংসে সেঞ্চুরি করে রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনরাও 'বাজে পিচ' এর সমালোচনা উড়িয়ে দিয়েছেন। ব্যাটে রোহিত-অশ্বিনের সঙ্গেই ভরসা জুগিয়েছেন ক্যাপ্টেন কোহলিও।

Advertisment

বল হাতে দুই ইনিংসে চিপকে ভেলকি দেখিয়েছেন অশ্বিন এবং অভিষেককারী অক্ষর প্যাটেল। দুজনেই পাঁচ উইকেট দখল করেছেন দুই ইনিংসে। ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরার পর অশ্বিন ছাড়া অন্য কাউকে ম্যাচ সেরা বাছা সম্ভব ছিল না।

আরো পড়ুন: দুজনকে বাদ দিয়েই গোলাপি টেস্টে কোহলিরা! জিতলেও বদলে যাচ্ছে ভারতের একাদশ

তবে এবার লড়াই আলাদা মাঠে। স্পিনিং ট্র্যাক ছেড়ে এবার দিন রাতের টেস্ট।।যেখানে বরাবর পেসাররা সুবিধে পেয়ে থাকেন। ভারত এখনো পর্যন্ত দুটো দিন রাতের টেস্টে খেলেছে। এরমধ্যেই বছর দেড়েক আগে ইডেনে গোলাপি বলের টেস্টে বাংলাদেশকে ভারত পর্যুদস্ত করলেও এডিলেডে কুৎসিত হার হজম করার স্মৃতি এখনো টাটকা। সেই ম্যাচের পারফরম্যান্স ভুলিয়ে দেওয়ার মরিয়া চেষ্টায় নামবেন টিম ইন্ডিয়ার তারকারা।

ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ কবে শুরু হবে?
দুই দল বুধবার ২৪ ফেব্রুয়ারি পরস্পর মুখোমুখি হবে।

ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ কোথায় খেলা হবে?
ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ আহমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে খেলা হবে।

ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ দুপুর ২.৩০ নাগাদ শুরু হবে।

ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?
স্টার স্পোর্টস নেটওয়ার্কে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ সম্প্রচার করা হবে।

আরো পড়ুন: মনীশ পান্ডের আন্তর্জাতিক কেরিয়ার প্রায় শেষ! ঠিক হয়ে গেল শনিবারই

ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ক্রিকেট সমর্থকরা ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন হটস্টার স্ট্রিমিং এপ-এ। এছাড়াও ম্যাচের লাইভ খবর রাখার জন্য চোখ রাখতে পারেন www.indianexpress.com/sports অথবা www.bengali.indianexpress.com/sports এ

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, উমেশ যাদব/কুলদীপ যাদব, ইশান্ত শর্মা এবং জসপ্রীত বুমরা।

শেষ দুই টেস্টে ইন্ডিয়ান স্কোয়াড:
বিরাট কোহলি, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, উমেশ যাদব

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team England
Advertisment