Advertisment

শক্তিশালী ভারতের সঙ্গে পেরে উঠল না আয়ারল্যান্ড! ব্যাটে-বলে মাত হার্দিকদের

রবিবারই জাতীয় দলে নেতৃত্বের হাতেখড়ি হল হার্দিক পান্ডিয়ার। নেতৃত্বের অভিষেকে আইপিএলের ফর্ম ধরে রাখতে পারেন কিনা, তা ছিল দেখার।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সর্বশক্তি দিয়ে লড়াই করেছিল আয়ারল্যান্ড। তবে শক্তিশালী ভারতের সঙ্গে পেরে ওঠেনি আইরিশরা। রবিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত ৭ উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজের শুভ সূচনা করল।

Advertisment

বৃষ্টির কারণে ম্যাচ ১২ ওভারে কমিয়ে আনা হয়েছিল। হ্যারি হেক্টরের (৩৩ বলে ৬৪) আক্রমণাত্মক ব্যাটিং আয়ারল্যান্ডকে ১২ ওভারেই ১০৮-এ পৌঁছে দিয়েছিল। ভারত সেই রান স্কোরবোর্ডে তুলে দেন মাত্র ৯.২ ওভারে।ঈশান কিষান (১১ বলে ২৬), দীপক হুডা (২৯ বলে ৪৭ নট আউট), অধিনায়ক হার্দিক পান্ডিয়া (১২ বলে ২৪) ব্যাট হাতে অবদান রেখে যান।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন হচ্ছেন বুমরা! বিরাট ঘোষণার পথে সৌরভের বোর্ড

রান তাড়া করতে নেমে ঈশান কিষান ফের একবার নিজের দুরন্ত ফর্মের ইঙ্গিত দিয়ে ভারতকে দারুণ শুরুয়াত উপহার দেন। প্ৰথম ওভারেই জশুয়া লিটলের ওভারে ঈশান কিষান ১৫ তুলে দেন। দুটো বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে দেন প্ৰথম ওভারেই। সকলকে অবাক করে রুতুরাজ গায়কোয়াড নন ভারতের হয়ে ঈশান কিষানের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন দীপক হুডা। শুরুতে নড়বড়ে দেখালেও হার্দিক পান্ডিয়ার সঙ্গে পরে ম্যাচ উইনিং ৬৪ রানের পার্টনারশিপ গড়ে যান তিনি।

যে সময় মনে হচ্ছিল ভারত সহজেই রান তাড়া করে জিতে যাবে, সেই সময় ক্রেগ ইয়ং জোড়া ঝটকা দেন ঈশান কিষান এবং সূর্যকুমার যাদবকে পরপর ফিরিয়ে। ছক্কা হাঁকাতে গিয়ে স্ট্যাম্পড হন ঈশান। চোট সারিয়ে প্ৰথমবার ম্যাচ খেলতে নেমেই দুরন্ত এক ডেলিভারির মুখে পড়ে যান সূর্যকুমার। এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাঁকে।

তবে এরপরে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে হার্দিক-দীপক হুডার পার্টনারশিপ। ম্যাকব্রাইনের ওভারে ২১ রান তুলে ম্যাচে পুনরায় কর্তৃত্ব স্থাপন করে ইন্ডিয়া। তিনটে ছক্কা হাঁকিয়ে শেষমেশ প্রস্থান করেন হার্দিক। দীপক হুডা শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান। ম্যাচের উইনিং বাউন্ডারিও আসে তাঁর ব্যাট থেকে।

তার আগে মেঘাচ্ছন্ন পরিবেশে ভারত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টির জন্য ম্যাচ নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘন্টা পরে শুরু হয়। এরকম পরিবেশ সুইং বোলিংয়ের পক্ষে আদর্শ। ভুবনেশ্বর ঠিক সেটাই করলেন। প্ৰথম ওভারেই আইরিশ অধিনায়ক এন্ড্রু বলবির্নি ভুবনেশ্বরের ইনসুইংগারে ঠকে যান। দ্বিতীয় ওভারে বল করতে এসে হার্দিক প্ৰথমে তুলে নেন বিপজ্জনক পল স্টার্লিংকে। প্ৰথম বল কভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়েছিলেন স্টার্লিং। তবে দ্বিতীয় বলেও একই শট খেলতে গিয়ে মিড অফে ধরা পড়ে যান।

আরও পড়ুন: ইংল্যান্ডে বড় ধাক্কায় ভারত! ক্যাপ্টেন রোহিতকে ছাড়াই হয়ত খেলতে হবে ইন্ডিয়াকে

এরপরে আবেশ খান নিজের প্ৰথম ওভারে তুলে নেন গ্যারেথ ডেলানিকে। ২২/৩ হয়ে গিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল আয়ারল্যান্ড। ভাবা হয়েছিল ভারতের অভিজ্ঞ বোলিং আক্রমণের কাছে স্রের ধুয়ে যাবে আইরিশ ইনিংস। তবে এরপরে আয়ারল্যান্ড ম্যাচে প্রত্যাবর্তন করে টেক্টরের ব্যাটে ভর করে। এমনকি অভিষেককারী উমরান মালিককেও ছাড়েননি তিনি।

আন্তর্জাতিক ম্যাচে কেমন পারফর্ম করেন পেস সেনসেশন, সেদিকে নজর ছিল সকলের। তবে আন্তর্জাতিক অভিষেকে বেশ টেনশনাক্রান্ত লাগল জম্মু এক্সপ্রেসকে।

নিজেদের ইনিংসের শেষ ওভারে আয়ারল্যান্ড ১৭ তুলে স্কোরবোর্ডে ১০০ রান পেরোনো নিশ্চিত করে। তাতেও যদিও শেষ রক্ষা হল না।

Hardik Pandya Ireland Indian Cricket Team
Advertisment