আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পর অবশেষে জাতীয় দলে সুযোগ পেলেন উমরান মালিক। রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধেই টি২০ অভিষেক ঘটিয়ে ফেলেন তারকা। ২২ বছরের তারকা পেসার ইতিমধ্যেই নিজের গতি দিয়ে প্রভাবিত করেছেন ক্রিকেট বিশ্বকে। দেড়শো কিমি গতিতে নিয়মিত বোলিং করতে পারেন জম্মুর সুপারস্টার।
তবে অভিষেক ম্যাচে অনেকটাই নার্ভাস লাগল তারকাকে। প্ৰথম ম্যাচে মাত্র ৬ ওভার বোলিং করার সুযোগ পেলেন তারকা। বেশ খরুচে বোলিং করলেন। ১৪ রান খরচ করলেন হ্যারি হেক্টর-লরক্যান টাকারদের সামনে। তারপরে আর বোলিং করতে দেখা যায়নি তাঁকে।
আরও পড়ুন: KKR-এর নেতা ছিলেন! আচমকা আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের পথে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন
বৃষ্টিভেজা মাঠে তাঁকে আরও বল হাতে দেখার ইচ্ছা আর পূর্ণ হয়নি সমর্থকদের। ঘটনা হল, পাওয়ার প্লে-তে উমরানকে আক্রমণে আনা হয়নি। ষষ্ঠ ওভারে তাঁকে আক্রমণে আনেন হার্দিক। টিম ইন্ডিয়ার জার্সিতে প্ৰথমবার নেতৃত্ব করতে নামা হার্দিক পান্ডিয়া জানান, পুরোনো বলে বোলিংয়ের কথা জন্য আগেই কথা বলে রেখেছিলেন উমরানকে।
ম্যাচের শেষে হার্দিক জানান, "ফ্র্যাঞ্চাইজির জার্সিতে উমরান দুর্ধর্ষ খেলেছে। তবে আমার মনে হয়েছে, ওর সঙ্গে কথা বলে নেওয়া উচিত যে ও হয়ত নতুন বলে বোলিংয়ে বেশি স্বচ্ছন্দ। আয়ারল্যান্ড দারুণ ব্যাট করেছে। আগামী ম্যাচে ওঁকে আরও বেশি ব্যবহার করতে হবে।"
বল হাতে ভুবনেশ্বর কুমার সেরা বোলিং করলেন। তিন ওভারে ১৬ রানের বিনিময়ে ১ উইকেট হজম করলেন। চাহাল ১১ রানের বিনিময়ে ১ উইকেট নিলেন।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন হচ্ছেন বুমরা! বিরাট ঘোষণার পথে সৌরভের বোর্ড
বল হাতে ভুবনেশ্বর-চাহালদের দারুণ পারফরম্যান্সের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম টি২০-তে দীপক হুডার বিধ্বংসী ২৯ বলে ৪৭ রানের ইনিংসে ভর করে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। রবিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ঈশান কিষানের সঙ্গে ওপেন করতে পাঠানো হয়েছিল দীপক হুডাকে। হাফডজন বাউন্ডারি, দুটো ওভার বাউন্ডারিতে হুডা ব্যাট হাতে ঝড় তুলে যান। ১০৯ রানের টার্গেট তুলতে ভারতের লাগল মাত্র ৯.২ ওভার।
বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচ কমে দাঁড়ায় ১২ ওভার প্রতি ইনিংসে। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে ভালো ফর্মে ছিলেন দীপক হুডা। প্ৰথমে যদিও নড়বড়ে ছিলেন তিনি। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৬৪ রানের ম্যাচ জেতানো পার্টনারশিপ গড়ে দলকে জয়ের সরণিতে পৌঁছে দেন। শেষ পর্যন্ত বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ে এনে দেন হুডা।
দীপক হুডা অনবদ্য ব্যাটিংয়ে সকলের প্ৰশংসা আদায় করে নিয়েছেন। তবে অনেকেই সঞ্জু স্যামসনের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ সিরিজে বাদ পড়ার পরে সঞ্জুকে ফেরানো হয়েছিল আইরিশ সফরে।