বিশ্বকাপে বুঁদ গোটা দেশ। বুধবার রাত সাড়ে এগারোটায় প্রায় কম-বেশি সবাই বসে পড়বেন টিভির সামনে। চোখ থাকবে ব্রাজিল-সার্বিয়া ম্যাচে। কিন্তু এদিনই আবার রাত সাড়ে আটটায় ভারত-আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্য়াচ। আইপিএল-এর পর ফের দেশের জার্সিতে একসঙ্গে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি।
আজ মাঠে নামছে টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডের সঙ্গে দু’ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। এদিন ডাবলিনের মালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি কোহলির ইন্ডিয়া ও গ্যারি উইলসনের আয়ারল্যান্ড। আসন্ন ইংল্যান্ডের সফরের প্রস্তুতি হিসাবেই এই সিরিজকে দেখছে কোহলি অ্যান্ড কোং।
এই ম্যাচের প্রথম একাদশ বাছটা রীতিমতো কঠিন হতে চলেছে টিম ইন্ডিয়ার কাছে। দলে লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ধোনি ও দীনেশ কার্তিকরা রয়েছেন। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপের জন্য রীতিমতো অগ্নিপরীক্ষা অপেক্ষা করে আছে ব্রিটিশ তল্লাটে। বিদেশের পরিবেশে মানিয়ে নেওয়াটাই কোহলিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেই নেট প্র্যাকটিসটা সেরে নিতে হবে বিরাটদের।
ভারত: বিরাটল কোহলি (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মণীশ পাণ্ডে, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, সিদ্ধার্থ কাউল ও উমেশ যাদব।
আয়ারল্যান্ড: গ্যারি উইলসন (ক্যাপ্টেন), আন্দ্রে বালবিরিন, পিটার চেজ, জর্জ ডকরেল, জোশুয়া লিটল, অ্যান্ডি ম্যাকব্রায়ান, কেভিন ও’ব্রায়ান, উইলিয়াম পর্টারফিল্ড, স্টুয়ার্ট পয়েন্টার, বডি রানকিন, জেমস শ্যানন, সিমি সিং, পল স্টারলিং, স্টুয়ার্ট থম্পসন।