scorecardresearch

হুডার ব্যাটে এফোঁড়-ওফোঁড় আয়ারল্যান্ড! বিধ্বংসী শতরানে টি২০তে রেকর্ডের বন্যা তারকার

দুর্ধর্ষ ব্যাটিংয়ের নমুনা তুলে ধরলেন দীপক হুডা। শতরান করে। ব্যাট হাতে মাতালেন সঞ্জু স্যামসনও।

হুডার ব্যাটে এফোঁড়-ওফোঁড় আয়ারল্যান্ড! বিধ্বংসী শতরানে টি২০তে রেকর্ডের বন্যা তারকার

ম্যালাহাইড ক্রিকেট মাঠে রেকর্ড বইয়ে নিজের নাম খোদাই করে ফেললেন দীপক হুডা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ঝলসে উঠল হুডার ব্যাট। অন্তর্জাতিক কেরিয়ারেযে কোনও ফরম্যাটে প্ৰথম শতরান করতে তাঁর লাগল মাত্র ৫৫ বল। সবমিলিয়ে চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি২০-তে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছিলেন কেএল রাহুল, রোহিত শর্মা, সুরেশ রায়না।

আন্তর্জাতিক টি২০-তে রোহিতের চারটে সেঞ্চুরি রয়েছে। রাহুলের ক্ষেত্রে টি২০ সেঞ্চুরির সংখ্যা দুটি। ভারতীয়দের মধ্যে টি২০-তে শতরান করার কীর্তি অবশ্য সুরেশ রায়নার। ২০১০ বিশ্বকাপে রায়না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতরান করে গিয়েছিলেন।

আরও পড়ুন: KKR-এর নেতা ছিলেন! আচমকা আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের পথে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন

মঙ্গলবার ব্যাট করতে নেমে হুডা ১৭৬ রানের পার্টনারশিপ গড়ে যান সঞ্জু স্যামসনের সঙ্গে। চোট পাওয়া রুতুরাজ গায়কোয়াডের জায়গায় এদিন প্ৰথম একাদশে খেলার সুযোগ পান সঞ্জু স্যামসন। তিনিও আইরিশদের বিরুদ্ধে ঝোড়ো হাফসেঞ্চুরি করে যান। ৪২ বলে ৭৭ রানের দুরন্ত ইনিংস উপহার দেন স্যামসন। নিজের শতরান পূর্ণ (৫৭ বলে ১০৪) করার কিছুক্ষণ পরেই হুডা আউট হয়ে যান।

আন্তর্জাতিক ক্রিকেটে হুডার চমকপ্রদ উত্থান অব্যাহত। চলতি বছরের শুরুর দিকে জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে যথাক্রমে ওয়ানডে এবং টি২০ ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। আইপিএল নিলামে লখনৌ ৫.৭৫ কোটি টাকায় তারকাকে সই করে। তারপর আইপিএলেও নিজের জাত চেনান ১৫ ম্যাচে ৪৫১ রান করে।

প্ৰথম ম্যাচে ভারতের হয়ে খেলতে নেমে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দীপক হুডা ২৯ বলে ৪৭ করে গিয়েছিলেন। সঞ্জু-হুডার বিধ্বংসী ইনিংসে ভর করে ভারত স্কোরবোর্ডে ২২৭ তুলেছে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India vs ireland 2nd t20 deepak hoodas blistering century helps india put mammoth total