Advertisment

বিশ্বকাপ সেমিফাইনালের সেই হার! প্রতিশোধ নিতে নামবে টিম কোহলি

টি২০ সিরিজে হোয়াইটওয়াশ করে ভারতের মনোবল তুঙ্গে। লোকেশ রাহুল, রোহিত শর্মাদের পাশাপাশি নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মহম্মদ শামিরা দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs New Zealand

ওয়ান ডে সিরিজে খেলতে নামার আগে ফোটোসেশনে (বিসিসিআই টুইটার)

টি২০ সিরিজ অতীত। হ্যামিল্টনের সেডান পার্কে ভারত এবার প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে হ্যামিল্টনের সেডান পার্কে। চলতি সিরিজে তিনটে ওয়ান ডে খেলবে দু-দল। সেই সিরিজ শুরু হয়ে যাচ্ছে বুধবারে। বিশ্বকাপে সেমিফাইনালে শেষবার দু-দল খেলেছিল একদিনের ম্যাচে। তারপরে দীর্ঘ কয়েকমাস পরে ইন্দো-কিউয়ি ক্রিকেটাররা নামছে।

Advertisment

বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে যাওয়ার পরে ভারতের একাদশে একাধিক পরিবর্তন ঘটেছে। ধোনি যেমন আপাতত জাতীয় দলের চৌহদ্দিতেও নেই। শ্রেয়স আইয়ার ও মণীশ পাণ্ডে প্রথম একাদশে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছেন। অন্যদিকে, বোলিং ডিপার্টমেন্টে উঠে এসেছেন নভদীপ সাইনি, শার্দুল ঠাকুরে মতো উঠতি তারকারা।

আরও পড়ুন শচীনের পুঁচকি সারা এখন রীতিমতো ডিভা! গ্ল্যামারে ঝলসে দেবেন বলি নায়িকাদেরও

টি২০ সিরিজে হোয়াইটওয়াশ করে ভারতের মনোবল তুঙ্গে। লোকেশ রাহুল, রোহিত শর্মাদের পাশাপাশি নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মহম্মদ শামিরা দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছেন। ওয়ানডে সিরিজেও নতুন তারা হিসেবে আবির্ভূত হতে পারেন পৃথ্বী শ। রোহিত শর্মা, শিখর ধাওয়ানের অনুপস্থিতির সুযোগে পৃথ্বীর ওয়ানডে অভিষেক হচ্ছে বুধবারেই। ভারতের চোট আঘাতের তালিকা অনেক দীর্ঘ। রোহিত-শিখর ছাড়াও চোটের তালিকায় হার্দিক পাণ্ডিয়া, দীপক চাহার, ভুবনেশ্বর কুমারের মতো তারকারা।

আরও পড়ুন এই সুন্দরীর সঙ্গে ভাজ্জি ‘বন্ধুত্ব’ করলেন! খবর ‘ফাঁস’ হল অজান্তে

বিশ্বকাপের পরে ওয়ানডে-তে ভারত এর আগে জোড়া সিরিজে জিতেছে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়ান ডে সিরিজে জেতার পরে ঘরের মাঠে জয় এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ভারত ওয়ান ডে স্কোয়াড- বিরাট কোহলি, পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, কেএল রাহুল, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর এবং নভদীপ সাইনি

নিউজিল্যান্ড ওয়ান ডে স্কোয়াড- টম ল্যাথাম, মার্টিন গুপ্টিল, রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, স্কট কুগলেজেন, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট, ইশ সোধি, টিম সাউদি, কাইল জেমিসন, মার্ক চ্যাপম্যান

Read the full article in ENGLISH

BCCI New Zealand
Advertisment