বিশ্বকাপে শেষবার একদিনের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত, নিউজিল্যান্ড। এবার কিউয়িদের দেশে ভারত ফের একবার মুখোমুখি।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে যাওয়ার পরে ভারতের একাদশে অনেকটাই বদলে গিয়েছে। ধোনি যেমন আপাতত জাতীয় দলের চৌহদ্দিতেও নেই। শ্রেয়স আইয়ার ও মণীশ পাণ্ডে প্রথম একাদশে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছেন। অন্যদিকে, বোলিং ডিপার্টমেন্টে উঠে এসেছেন নভদীপ সাইনি, শার্দুল ঠাকুরে মতো উঠতি তারকারা।
টি২০ সিরিজে হোয়াইটওয়াশ করে ভারতের মনোবল তুঙ্গে। লোকেশ রাহুল, রোহিত শর্মাদের পাশাপাশি নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মহম্মদ শামিরা দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছেন। ওয়ানডে সিরিজেও নতুন তারা হিসেবে আবির্ভূত হতে পারেন পৃথ্বী শ। ডোপিং বিতর্ক সরিয়ে যিনি বুধবারেই জাতীয় দলের জার্সিতে ওয়ানডে অভিষেক ঘটাতে চলেছেন।
যাইহোক, মায়াঙ্ক আগারওয়ালকে রোহিতের বদলি হিসেবে আনা হয়েছে ওয়ান ডে স্কোয়াডে। কোহলি সাংবাদিক সম্মেলনে আবার জানিয়ে দিয়েছেন, রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে রণকৌশলই ধরে রাখবেন তাঁরা। অর্থাৎ পন্থকে বাইরে রেখে লোকেশ রাহুলকে কিপার হিসেবে খেলানোর পাশাপাশি ব্যাটিং অর্ডারে পঞ্চম স্থানে নামবেন।
কোহলি এবং শ্রেয়স আইয়ার খেলবেন যথাক্রমে তিন ও চার নম্বরে। হ্যামিল্টনে ম্যাচের আগে মঙ্গলবার অনুশীলনে মণীশ পাণ্ডে শ্রেয়স আইয়ার ও কোহলির সঙ্গে দীর্ঘক্ষণ অনুশীলন সারলেন। শিবম দুবে, ঋষভ পন্থ এবং কেদার যাদব অনুশীলনে ততটা সক্রিয় থাকলেন না। অর্থাৎ তিনজনকই বাইরে রাখা হতে পারে।
বোলিং বিভাগে তিন পেসারেই দল সাজাবেন কোহলি। পুরো টি২০ সিরিজে রিজার্ভে থাকা কুলদীপ যাদবকে ফেরানো হতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে দারুণভাবে নিজেকে মেলে ধরেছিলেন।
নিউজিল্যান্ড আবার টি২০ সিরিজ হারের দুঃস্বপ্ন সরিয়ে ওয়ান ডে-তে প্রতিশোধ নিতে নামবেন। শেষ দুটো টি২০ ম্যাচে খেলতে পারেননি কেন উইলিয়ামসন। ওয়ানডে সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে একনম্বর কিউয়ি ব্যাটসম্যানকে। তাঁর পরিবর্তে টি২০ সিরিজে টিম সাউদি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে এবার আর সাউদি নন, টম ল্যাথাম ক্যাপ্টেন হচ্ছেন উইলিয়ামসনের বদলে। ব্য়াটিংয়ে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ব্ল্যাক ক্যাপস বাহিনী রস টেলরে দিকে তাকিয়ে।
একদিনের সিরিজে নিউজিল্যান্ডে স্কোয়াডে ফেরানো হয়েছে জিমি নিশাম এবং কলিন ডি গ্র্যান্ডহোমকে। প্রথম একদিনের ম্যাচেই কেবলমাত্র খেলবেন ইশ সোধি। সেডান পার্কের গতি মন্থরতার কথা বিবেচনা করে জোড়া স্পিনার খেলানো হতে পারে। সোধির সঙ্গে সেক্ষেত্রে জুটি বাঁধতে পারেন মিচেল স্যান্টনার।
কিউয়িদের জার্সিতে এই সিরিজেই অভিষেক ঘটতে পারে টম ব্লান্ডেল এবং কাইল জেমিসনের।
ভারত ওয়ান ডে স্কোয়াড- বিরাট কোহলি, পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, কেএল রাহুল, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর এবং নভদীপ সাইনি
নিউজিল্যান্ড ওয়ান ডে স্কোয়াড- টম ল্যাথাম, মার্টিন গুপ্টিল, রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, স্কট কুগলেজেন, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট, ইশ সোধি, টিম সাউদি, কাইল জেমিসন, মার্ক চ্যাপম্যান