Advertisment

অভিষেকেই সৌরভের লর্ডস কীর্তি শ্রেয়সের, সেরার সেরা তালিকায় বিরল নজির সুপারস্টারের

গতকাল ৭৫ রানে অপরাজিত ছিলেন আইয়ার। শুক্রবার ফার্স্ট সেশনেই সেঞ্চুরি হাঁকিয়ে বিরল কীর্তির মালিক হয়ে গেলেন তারকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টেস্ট ক্রিকেটের আঙিনায় দারুণভাবে আত্মপ্রকাশ করলেন শ্রেয়স আইয়ার। অভিষেকেই কানপুরে টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে গেলেন তারকা। গ্রিন পার্কে প্ৰথম দিনের শেষে ৭৫ রানে অপরাজিত ছিলেন শ্রেয়স। দ্বিতীয় দিন ফার্স্ট সেশনেই নিজের সেঞ্চুরি পূর্ণ করে নিলেন তারকা।

Advertisment

সবমিলিয়ে ১৬তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি হাঁকানোর বিরল কীর্তি গড়ে ফেললেন তিনি। দেশের মাটিতে টিম ইন্ডিয়ার জার্সিতে টেস্ট অভিষেকে শতরান হাঁকানোর নজির রয়েছে অবশ্য মাত্র ৯ জনের (শ্রেয়সের আগে)।

গতকাল ৭৫ রানে নটআউট থাকার পরে এদিন কিউয়ি বোলারদের সামনে অবলীলায় সেঞ্চুরি পূর্ণ করে যান শ্রেয়স। এর আগে মহম্মদ আজাহারউদ্দিন, রোহিত শর্মা, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দর শেওয়াগ, শিখর ধাওয়ানদের মত তারকা টেস্টে অভিষেকেই তিন অঙ্কের রানে পৌঁছেছিলেন। কানপুরে সেই ট্র্যাডিশন বজায় রাখলেন শ্রেয়স।

এর আগে ২০১৭-তেই ওয়ানডে এবং টি২০-তে দেশের হয়ে অভিষেক ঘটিয়ে ফেলেছিলেন। তবে টেস্টে অভিষেকের জন্য তাঁকে অপেক্ষা করতে হল আরও চার বছর। বিরাট কোহলি প্ৰথম টেস্টে খেলছেন না। তাঁরই অনুপস্থিতিতে শ্রেয়সকে বেছেছিলেন নির্বাচকরা। নির্বাচকদের আস্থার মর্যাদা দিয়েই এল শ্রেয়সের সেঞ্চুরি।

ঘরোয়া ক্রিকেটে শ্রেয়সের ব্যাটে এর আগে রানের বন্যা বয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২টি সেঞ্চুরি, ২৩টি ফিফটি সমেত শ্রেয়স করেছেন ৪৫৯২ রান। গড় চোখ ধাঁধানো ৫২.১৮।

গত দু-তিন বছর ধরেই শ্রেয়স আইয়ার ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন। ২০২০-তে শ্রেয়সের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস আইপিএলের ফাইনালেও পৌঁছেছিল। চোটের কারণে টি২০ বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেননি। তবে তাঁকে রিজার্ভে রাখা হয়েছিল।

বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ সিরিজে ছিলেন তিনি। তারপরেই সুনীল গাভাসকারের হাত থেকে টেস্ট ক্যাপ নিয়ে কানপুরে খেলতে নামেন প্ৰথমবার।

দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি ফিরলে ভারতীয় দলে শ্রেয়সের জায়গা হয় কিনা, সেদিকে আপাতত তাকিয়ে ক্রিকেট মহল।

New Zealand Indian Cricket Team Indian Team
Advertisment