/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/Saha.png)
কানপুর টেস্টের তৃতীয় দিনের প্ৰথম সেশনেই বিস্ময়। উইকেটকিপার হিসাবে টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নামতে দেখা গেল কেএস ভরতকে। দ্বিতীয় দিনেও চুটিয়ে উইকেটকিপিং করেছিলেন ঋদ্ধিমান সাহা।
তবে সমর্থকদের কৌতূহল নিরসন করতেই শেষমেশ বোর্ড টুইটারে বিষয়টি খোলসা করে। জানানো হয়, বাঙালি তারকা ঘাড়ের ব্যথায় ভুগছেন, সেই কারণেই শনিবার ঋদ্ধিমানের বদলে নামানো হয় পরিবর্ত উইকেটকিপার কেএস ভরতকে। বোর্ডের টুইটারের বয়ান, "ঋদ্ধিমান সাহা ঘাড়ে সমস্যা হচ্ছে। বোর্ডের মেডিক্যাল টিম ঋদ্ধিমানের অবস্থা মনিটর করছে। ঋদ্ধিমানের পরিবর্তে কেএস ভরত উইকেটকিপিং করবেন।"
UPDATE - Wriddhiman Saha has stiffness in his neck. The BCCI medical team is treating him and monitoring his progress. KS Bharat will be keeping wickets in his absence.#INDvNZ@Paytm
— BCCI (@BCCI) November 27, 2021
এমনিতে জাতীয় টেস্ট দল থেকে নিজের জায়গা খুঁইয়েছেন ঋদ্ধিমান। গত অস্ট্রেলিয়া সফর থেকেই ঋষভ পন্থ টেস্টের একনম্বর চয়েস। ঋষভ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে।বিশ্রামে থাকায় ঋদ্ধিমান সাহা ফের একবার দায়িত্ব পেয়েছেন। তবে ব্যাট হাতে কানপুরে ফের একবার ব্যর্থ হওয়ায় 'ঋদ্ধি হঠাও' দাবি আরও জোরালো হয়েছে। উইকেটকিপিং হিসাবে ঋদ্ধিমানের দক্ষতা প্রশ্নের মুখে না পড়লেও, ব্যাট হাতে বারবার আশাহত করে চলেছেন দলকে।
আরও পড়ুন: অভিষেকেই সৌরভের লর্ডস কীর্তি শ্রেয়সের, সেরার সেরা তালিকায় বিরল নজির সুপারস্টারের
ঘাড়ে চোট কতটা সিরিয়াস, তা এখনও জানায়নি বোর্ড। তবে ফিট থাকলে মুম্বইয়ে দ্বিতীয় টেস্টেও প্ৰথম একাদশে দেখা যাবে তাঁকে। ওয়াংখেড়েতে ব্যর্থ হলে অবশ্য জাতীয় দল থেকেই ছেঁটে ফেলা হতে পারে। পন্থের সঙ্গে সেক্ষেত্রে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে কেএস ভরত দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেন।
গ্রিন পার্কের পিচে বল বেশ নিচু হচ্ছে। এমন অবস্থায় কেএস ভরত জাদেজা, অশ্বিনদের ঘূর্ণি কীভাবে কিপিং করেন, তা নজরে রয়েছে টিম ম্যানেজমেন্টের। আর অক্ষর, অশ্বিনদের বলে উইকেটকিপার হিসাবে সফল হলেই ঋদ্ধিমানকে পেরিয়ে পন্থের সঙ্গে দ্বিতীয় বাছাই হিসাবে নিজের জোরালো দাবি তুলতে পারবেন ভরত।
ম্যাচে অবশ্য কিউয়িদের দাপট ভালই চলছে। প্ৰথম ইনিংসে ভারতের ৩৪৫ রানের জবাবে নিউজিল্যান্ড দ্বিতীয় সেশনে খেলা চলাকালীন শেষ আপডেট অনুযায়ী ২০৬/২ তুলেছে। উইল ইয়ংকে (৮৯) অশ্বিন ফেরানোর পরে লাঞ্চের ঠিক আগে কেন উইলিয়ামসনকে (১৮) ফেরান উমেশ যাদব। ক্রিজে হাফসেঞ্চুরিয়ন টম ল্যাথামের সঙ্গে ব্যাট করছেন রস টেলর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন