India vs New Zealand ODIs and T20s Full Match Schedule: অস্ট্রেলিয়া এখন অতীত। দুর্দান্ত একটা সফরের পর বিরাট কোহলিদের পরের মিশন নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান-ডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে কোহলিরা। আগামিকাল অর্থাৎ বুধবার কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান-ডে ম্যাচে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির দুরন্ত পারফরম্যান্স এই সিরিজে ভারতের কাছে বাড়তি পাওনা হতে চলেছে। চেনা মাহিকে পেয়ে এখন স্বস্তি ভারতীয় শিবিরের অন্দরমহলে। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ দলে ধোনিকে বসানো হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের একবার দলে প্রত্যাবর্তন করেছেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতেই ভারত বিশ্বকাপের জন্য নিজেদের পরখ করে নেওয়ার একটা সুযোগ পাবে।
আরও পড়ুন: আইসিসি অ্যাওয়ার্ডস: অনন্য স্বীকৃতি পন্থের, কী পেলেন ফিঞ্চ-উইলিয়ামসনরা?
দেখে নেওয়া যাক এই সিরিজে ভারতের সম্পূর্ণ সূচি:
ওয়ান-ডে সিরিজ:
প্রথম ওয়ান-ডে: ২৩ জানুয়ারি, বুধবার, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
দ্বিতীয় ওয়ান-ডে: ২৬ জানুয়ারি, শনিবার, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই
তৃতীয় ওয়ান-ডে: ২৮ জানুয়ারি, সোমবার, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই
চতুর্থ ওয়ান-ডে: ৩১ জানুয়ারি, বৃহস্পতিবার, সেডন পার্ক, হ্যামিলটন
পঞ্চম ও শেষ ওয়ান-ডে: ৩ ফেব্রুয়ারি, রবিবার, ওয়েস্টপ্যাক স্টেডিয়াম, ওয়েলিংটন
(ভারতীয় সময় প্রতিটি ম্যাচ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু)
টি-২০ সিরিজ:
প্রথম টি-২০: ৬ ফেব্রুয়ারি, বুধবার, ওয়েস্টপ্যাক স্টেডিয়াম, ওয়েলিংটন
দ্বিতীয় টি-২০: ৮ ফেব্রুয়ারি, শুক্রবার, ইডেন পার্ক, অকল্যান্ড
তৃতীয় ও অন্তিম টি-২০: ১০ ফেব্রুয়ারি, রবিবার, সেডন পার্ক, হ্যামিলটন
(ভারতীয় সময় প্রথম ও তৃতীয় টি-২০ শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে, দ্বিতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে সকাল ১১টা ৩০ মিনিটে)