Advertisment

India vs New Zealand 2019 Schedule: কবে-কোথায় আর কখন দেখবেন ম্যাচ!

অস্ট্রেলিয়া এখন অতীত। দুর্দান্ত একটা সফরের পর বিরাট কোহলিদের পরের মিশন নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান-ডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে কোহলিরা।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs New Zealand 3rd ODI Live Cricket Scorecard

India vs New Zealand 3rd ODI Live Cricket Scorecard

India vs New Zealand ODIs and T20s Full Match Schedule: অস্ট্রেলিয়া এখন অতীত। দুর্দান্ত একটা সফরের পর বিরাট কোহলিদের পরের মিশন নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান-ডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে কোহলিরা। আগামিকাল অর্থাৎ বুধবার কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান-ডে ম্যাচে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

Advertisment

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির দুরন্ত পারফরম্যান্স এই সিরিজে ভারতের কাছে বাড়তি পাওনা হতে চলেছে। চেনা মাহিকে পেয়ে এখন স্বস্তি ভারতীয় শিবিরের অন্দরমহলে। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ দলে ধোনিকে বসানো হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের একবার দলে প্রত্যাবর্তন করেছেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতেই ভারত বিশ্বকাপের জন্য নিজেদের পরখ করে নেওয়ার একটা সুযোগ পাবে।

আরও পড়ুন: আইসিসি অ্যাওয়ার্ডস: অনন্য স্বীকৃতি পন্থের, কী পেলেন ফিঞ্চ-উইলিয়ামসনরা?

দেখে নেওয়া যাক এই সিরিজে ভারতের সম্পূর্ণ সূচি:

ওয়ান-ডে সিরিজ:

প্রথম ওয়ান-ডে: ২৩ জানুয়ারি, বুধবার, ম্যাকলিন পার্ক, নেপিয়ার

দ্বিতীয় ওয়ান-ডে: ২৬ জানুয়ারি, শনিবার, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই

তৃতীয় ওয়ান-ডে: ২৮ জানুয়ারি, সোমবার, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই

চতুর্থ ওয়ান-ডে: ৩১ জানুয়ারি, বৃহস্পতিবার, সেডন পার্ক, হ্যামিলটন

পঞ্চম ও শেষ ওয়ান-ডে: ৩ ফেব্রুয়ারি, রবিবার, ওয়েস্টপ্যাক স্টেডিয়াম, ওয়েলিংটন

(ভারতীয় সময় প্রতিটি ম্যাচ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু)

টি-২০ সিরিজ:

প্রথম টি-২০: ৬ ফেব্রুয়ারি, বুধবার, ওয়েস্টপ্যাক স্টেডিয়াম, ওয়েলিংটন

দ্বিতীয় টি-২০: ৮ ফেব্রুয়ারি, শুক্রবার, ইডেন পার্ক, অকল্যান্ড

তৃতীয় ও অন্তিম টি-২০: ১০ ফেব্রুয়ারি, রবিবার, সেডন পার্ক, হ্যামিলটন

(ভারতীয় সময় প্রথম ও তৃতীয় টি-২০ শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে, দ্বিতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে সকাল ১১টা ৩০ মিনিটে)

Advertisment