জাতীয় দলে নিজের ধারাবাহিক পারফরম্যান্সে আগেই নজর কেড়েছিলেন। শ্রেয়স আইয়ার এবার ওয়ানডেতে নিজের প্রথম শতরানও হাকিয়ে ফেললেন টিম ইন্ডিয়ার জার্সিতে। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ইনিংসকে একাই টানলেন তিনি। তারকা ক্রিকেটারের দুরন্ত শতরানে ভর করে ভারত ৫০ ওভারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৪৭ তুলল স্কোরবোর্ডে। মাত্র ৪ উইকেট হারিয়ে। জিততে হলে সেডান পার্কে কিউয়ি বাহিনীকে তুলতে হবে ৩৪৮ রান।
সবমিলিয়ে প্রথম শতরান হাকাতে শ্রেয়সকে অপেক্ষা করতে হল কেরিয়ারের ১৬তম ম্যাচের জন্য। এর আগে একদিনের ক্রিকেটে শ্রেয়সের সর্বোচ্চ স্কোর ছিল ৮৮। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে এই স্কোর করেছিলেন।
তার ঠিক তিন বছর পরে শ্রেয়স আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম ওয়ানডে শতরান হাকালেন। তবে শ্রেয়সের এই ইনিংস অন্যকারণে গুরুত্বপূর্ণ। ফের একবার চাপের মুখে পারফর্ম করলেন তিনি।
তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন। তখন ভারত ২ উইকেট হারিয়ে ধুঁকছে। ওয়ানডেতে অভিষেক ঘটানো দুই ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ দুজনেই ফিরে গিয়েছিলেন। ক্যাপ্টেন কোহলির সঙ্গে সেই সময় ইনিংসের হাল ধরেন শ্রেয়স আইয়ার। তৃতীয় উইকেটে কোহলি-শ্রেয়স আইয়ার একশো রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এরপরে কোহলি হাফসেঞ্চুরি করে ফিরে গেলেও শ্রেয়স আইয়ার ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান।
৪৩ তম ওভারে শ্রেয়স নিজের শতরান পূর্ণ করেন ঠিক ১০১ বলে। কোহলি (৫১) ফিরে যাওয়ার পরে লোকেশ রাহুলের সঙ্গেও চতুর্থ উইকেটে সেঞ্চুরি-পার্টনারশিপে দলের বড় রান তোলা নিশ্চিত করেন তিনি।
যদিও এদিন ভাগ্যের সহায়তাও পেয়েছেন শ্রেয়স। ব্যক্তিগত ৮, ১৫ এবং ৮৩ রানের মাথায় ক্যাচ তুলে সুযোগ দিয়েছিলেন তিনি। তবে কিউয়িরা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। পরে শ্রেয়স আইয়ারকে ফেরান স্যান্টনার। কেদার যাদবের সঙ্গে পঞ্চম উইকেটে কেএল রাহুল দলকে সাড়ে তিনশো পর্যন্ত পৌঁছে দেন। কেএল রাহুল ও কেদার যাদব শেষ পর্যন্ত যথাক্রমে ৮৮ ও ২৬ রানে অপরাজিত থাকেন।
ভারত একাদশ- পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি
নিউজিল্যান্ড একাদশ- মার্টিন গুপ্টিল, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রস টেলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং হামিশ বেনেট
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
https://t.me/iebangla