অধিনায়ক হিসেবে কোহলির টস-ভাগ্য বেশ খারাপ। আগের ম্যাচে রোহিত শর্মা ক্যাপ্টেন হয়েই টস জিতেছিলেন। এদিন অধিনায়কত্বের হটসিটে কোহলি ফিরতেই ফের টসে হার ভারতের। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। সর্বশেষ আপডেট অনুযায়ী, ৯ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৪ তুলেছে। দুই ওপেনারই আউট হয়ে গিয়েছেন। প্রথম ম্যাচে পৃথ্বী শ (২০) এবং মায়াঙ্ক আগারওয়াল (৩১ বলে ৩২) করেছেন। ক্রিজে ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার ও বিরাট কোহলি।
এদিকে, এদিন ভারতের জার্সিতে দুই ওপেনারেরই একদিনের ক্রিকেটে অভিষেক ঘটল। মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ ওপেন করতে নামলেন জাতীয় দলের জার্সিতে। এই নিয়ে চতুর্থ ভারতীয় জুটি হিসেবে মায়াঙ্ক-পৃথ্বী অভিষেক ঘটালেন। এর আগে একসঙ্গে একাধিক ক্রিকেটারের অভিষেকে ঘটনা ঘটেছিল ধোনির নেতৃত্বে। ২০১৬-তে হারারেতে কেএল রাহুল, করুণ নায়ার এবং যুজবেন্দ্র চাহালের অভিষেক হয়েছিল একসঙ্গে। লোকেশ রাহুল পাঁচ নম্বরে খেলবেন। তবে প্রথম একাদশে চমক রয়েছে। মণীশ পাণ্ডের বদলে খেলছেন কেদার যাদব। টি২০তে দুরন্ত খেললেও মণীশ পাণ্ডেকে বাদ দেওয়া ঘটনায় ক্রিকেট মহল অবাক। সোশ্যা মিডিয়ায় অনেকেই মণীশের হয়ে ব্যাট ধরেছেন। প্রথম একদিনের ম্যাচে কোহলির দলগঠনের সমালোচনাও করা হচ্ছে।
নিউজিল্যান্ডের জার্সিতেও এদিন ওয়ানডে-তে অভিষেক ঘটল টম ব্লান্ডেলের। তিনি কেন উইলিয়ামসনের তিন নম্বর স্লটে ব্যাটিং করতে নামবেন। কেন উইলিয়ানসনের বদলে কিউয়িদের একদিনের ক্রিকেটে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। যিনি চোটের কারণে বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন।
ভারত একাদশ- পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি
নিউজিল্যান্ড একাদশ- মার্টিন গুপ্টিল, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রস টেলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং হামিশ বেনেট
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
https://t.me/iebangla